Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
জনক : র‌্যানে দেকার্তে : পাশ্চাত্যের প্রথম আধুনিক দার্শনিক – Dr. Mohammed Amin

জনক : র‌্যানে দেকার্তে : পাশ্চাত্যের প্রথম আধুনিক দার্শনিক

র‌্যানে দেকার্তে : পাশ্চাত্যের প্রথম আধুনিক দার্শনিক
ফরাসি দার্শনিক, গণিতজ্ঞ ও বিজ্ঞানী র‌্যনে দেকার্ত (René Descartes) পাশ্চাত্যের প্রথম আধুনিক দার্শনিক হিসেবে স্বীকৃত। তিনি ছিলেন দ্বৈতবাদী দার্শনিক। তিনি জ্যামিতি ও বীজগণিতের সম্পর্ক নিরূপণ করেন, যদ্দ্বারা বীজগণিতের সাহায্যে জ্যামিতিক সমস্যা সমাধান সম্ভব হয়। তিনি বস্তু সম্পর্কে এক নতুন ধারণা দেন। দেকার্ত ১৫৯৬ খ্রিষ্টাব্দের ৩১ শে মার্চ লা এ-তে জন্ম গ্রহণ করেণ। ১৬৪৯ খ্রিষ্টাব্দে রানি ক্রিস্টিনার আমন্ত্রনে সুইডেন যান। সেখানে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১৬৫০ খ্রিষ্টাব্দে মাত্র ৫৪ বছর বয়সে মারা যান।
ড. মোহাম্মদ আমীন
লিংকসমূহ