জনক : লুই পাস্তুর : রোগজীবাণুতত্ত্বের জনক

লুই পাস্তুর : রোগজীবাণুতত্ত্বের জনক
ফরাসি অণুজীববিজ্ঞানী ও রসায়নবিদ লুই পাস্তুর ১৮২২ খ্রিষ্টাব্দের ২৭ শে ডিসেম্বর ফ্রান্সের জুরা প্রদেশের দোল শহরে জন্মগ্রহণ করেন। তিনিই প্রথম আবিষ্কার করেন যে অণুজীব, অ্যালকোহলজাতীয় পানীয়ের পচনের জন্য দায়ী। জীবাণুতত্ত্ব ও বিভিন্ন রোগ নির্মূলে বিভিন্ন ধরণের প্রতিষেধক আবিষ্কার করে তিনি স্মরণীয় হয়ে রয়েছেন। তাঁকে জীবাণুবিদ্যার জনক বলা হয়। ১৮৯৫ খ্রিষ্টাব্দের ২৮ শে সেপ্টেম্বর লুই পাস্তুর মারা যান।
ড. মোহাম্মদ আমীন
লিংকসমূহ

 

Language
error: Content is protected !!