জনক : লুকা প্যাসিওলি : হিসাববিজ্ঞানের জনক

লুকা প্যাসিওলি : হিসাববিজ্ঞানের জনক

ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাসের সামসময়িক ইতালীয় গণিতজ্ঞ ও ধর্মযাজক লুকা প্যাসিওলি হিসাবশাস্ত্রের জনক। লুকা প্যাসিওলি ছিলেন লিওনার্দো দা ভিঞ্চির নিকটতম বন্ধু ও গৃহশিক্ষক। তিনি ১৪৯৪ খ্রিষ্টাব্দে ল্যাটিন ভাষায় লিখিতি (‘summa de Arithmatica Geometria, proportionet proportionalita) সুম্মা ডি এরিথিমেটিকা, জিওমেট্রিকা, প্রপোরসোনিয়েট, প্রোপোরসনালিটাতে” গ্রন্থটি আধুনিক হিসাব বিজ্ঞানের ইতিহাসের সর্বপ্রথম গ্রন্থ, যেখানে সহজ পদ্ধতি ও কার্যকর সূত্রে যথাযথভাবে এবং দক্ষতার সঙ্গে সম্পদ, দায়, আয়, ব্যয় এর ডেবিট-ক্রেডিট নির্ধারণ-সহ নানা অর্থনৈতিক তথ্য রেকর্ড করা হয়।
ড. মোহাম্মদ আমীন

লিংকসমূহ

Language
error: Content is protected !!