জনক : ল্যাভয়েসিয়ে : আধুনিক রসায়নশাস্ত্রের জনক

ল্যাভয়েসিয়ে : আধুনিক রসায়নশাস্ত্রের জনক
অ্যান্টনি ল্যাভয়েসিয়ের পুরো নাম অ্যান্টনি লরেন্ট ল্যাভয়েসিয়ে। তিনি ১৭৪৩ খ্রিষ্টাব্দের ২৬ শে অগাস্ট প্যারিস শহরে জন্মগ্রহণ করেন। তাঁর অবদানের মধ্যে ছিল অক্সিজেনের রাসায়নিক রিঅ্যাক্টিভিটি তত্ত্ব আবিষ্কার এবং রাসায়নিক মৌলের নামকরণ। ভর এবং বিকারকের উপর তাঁর পরীক্ষা নীরিক্ষার ফসল হিসেবে বারুদের দানাগুলো খুব স্বল্প সময়ে পরিশোধিত হতো। তার এই পরীক্ষণ, ভরের নিত্যতা সূত্রের উন্নতি ঘটিয়েছিল। ল্যাভয়েসিয়ে অক্সিজেনের নামকরণ করেন এবং পানি যে অক্সিজেন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত তা আবিষ্কার করেন। এছাড়া তিনি অন্যান্য আরও অনেক মৌলেরও নামকরণ করেন। মধ্যযুগে ধাতুকে সোনায় পরিণত করতে পারার পদ্ধতি আবিষ্কারের প্রচেষ্টায় শুরু হয় আলকেমি বিদ্যা, যা ল্যাভয়সিয়ে, মেন্ডেলিফদের হাতে পূর্ণতা লাভ করে। জাবির ইবন হাইয়ানকে রসায়ন শাস্ত্রের ও ল্যাভয়সিয়েকে আধুনিক রসায়ন শাস্ত্রের জনক বলা হয়ে থাকে। তিনি ১৭৯৪ খ্রিষ্টাব্দের ৮ই মে ৫০ বছর বয়সে মারা যান।

ড. মোহাম্মদ আমীন

জনক : জন লক : আধুনিক গণতন্ত্রের জনক 

Language
error: Content is protected !!