জনক : সক্রেটিস : শিক্ষা ও দর্শনশাস্ত্রের জনক

সক্রেটিস : শিক্ষা ও দর্শনশাস্ত্রের জনক
প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিস (খ্রিষ্টপূর্ব ৪৭০ – খ্রিষ্টপূর্ব ৩৯৯) দর্শনশাস্ত্র ও শিক্ষার জনক। তাকে পশ্চিমা দর্শনের ভিত্তি স্থাপনকারী বলা হয়। তৎকালীন শাসকদের কোপানলে পড়ে তাঁকে হেমলক বিষ পানে মৃত্যুদ- দেওয়া হয়। তিনি এমন এক দার্শনিক চিন্তাধারার জন্ম দিয়েছেন যা দীর্ঘ ২০০০ বছর ধরে পশ্চিমা সংস্কৃতি, দর্শন ও সভ্যতাকে প্রভাবিত করেছে। সক্রেটিস ছিলেন এক মহান সাধারণ শিক্ষক, যিনি কেবল শিষ্য গ্রহণের মাধ্যমে শিক্ষা প্রদানে বিশ্বাসী ছিলেন না। তার কোনো নির্দিষ্ট শিক্ষায়তন ছিল না। যেখানেই যাকে পেতেন তাকেই মৌলিক প্রশ্নগুলোর উত্তর বোঝানোর চেষ্টা করতেন। তাই তাকে শিক্ষার জনকও বলা হয়।
ড. মোহাম্মদ আমীন
Language
error: Content is protected !!