সিগমুন্ড ফ্রয়েড : মনোসমীক্ষণের জনক
অস্ট্রিয় মানসিক রোগ চিকিৎসক ও মনস্তাত্ত্বিক সিগমুন্ড ফ্রয়েড ( মে ৬, ১৮৬৫- সেপ্টেম্বর ২৩, ১৯৩৯) “মনোসমীক্ষণ (Psychoanalysis)” নামক মনোচিকিৎসা পদ্ধতির উদ্ভাবক। তাঁকে “মনোবীক্ষণের জনক” বলা হয়। তিনি ইডিপাস কম্পলেক্স ও ইলেক্ট্রা কম্পলেক্স মতবাদসমূহের জন্য অধিক আলোচিত। তাঁকে আধুনিক মনোবিজ্ঞানের জনকও বলা হয়।
ড. মোহাম্মদ আমীন
লিংকসমূহ