সোলোন : এথেনীয় গণতন্ত্রের জনক
এথেনীয় গ্রিক আইন প্রণেতা, কূটনীতিজ্ঞ ও কবি সোলোন (ঝড়ষড়হ) (খ্রিষ্টপূর্ব ৬৩৮ – ৫৫৮) গণতন্ত্রের জনক হিসেবে খ্যাত। আর্কায়িক এথেন্সকে রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক অবক্ষয় থেকে উত্তরণের জন্য তিনি আইন প্রণয়ন করেছিলেন। তাৎক্ষণিকভাবে তার অবদান বিশেষ গুরুত্ব পায়নি, তার প্রণীত আইনও অধিকাংশ ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পায়নি, কিন্তু কালের আবর্তে একসময় তাকেই আখ্যায়িত করা হয়েছে এথেনীয় গণতন্ত্রের জনক হিসেবে।
ড. মোহাম্মদ আমীন
লিংকসমূহ