জনক : স্যামুয়েল হ্যানেমান : হ্যামিওপ্যাথির জনক

স্যামুয়েল হ্যানেমান : হ্যামিওপ্যাথির জনক
স্যামুয়েল হ্যানিম্যান ১৭৫৫ খ্রিষ্টাব্দের ১০ই এপ্রিল মধ্য রাতের পর জার্মানির স্যাক্সনি প্রদেশে মেসেন শহরে জন্মগ্রহণ করেন। এজন্য গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে কোথাও কোথাও তাঁর জন্ম তারিখ ১১ই এপ্রিল লিখিত ও উদযাপিত হয়ে থাকে। তিনি ১৭৯৯ সালে ডক্টরেট অব মেডিসিন বা এম ডি ডিগ্রী লাভ করেন। তিনি ১৮০৫ সালে হোমিওপ্যাথি চিকিৎসা চালু করেন। ১৮১০ সালে চিকিৎসা নিয়মাবলী গ্রন্থ অর্গানন অব রেসনাল হেলিং আর্ট (Organon der rationellen Heilkunde) জার্মানি ভাষায় প্রকাশ করেন। পরবর্তীকালে যা অর্গানন অব মেডিসিন নামে প্রকাশিত হয়। ১৮১২ খ্রিষ্টাব্দের ২৯ শে সেপ্টেম্বর হতে ১৮২১ খ্রিষ্টাব্দ পর্যন্ত লিপজিগ বিশ্বিবিদ্যালয়ে হোমিওপ্যাথি বিষয়ে শিক্ষা দান করেন।। তিনি ১৮৪৩ খ্রিষ্টাব্দে প্যারিসে মারা যান।
ড. মোহাম্মদ আমীন
লিংকসমূহ
Language
error: Content is protected !!