জনক : স্লেইডেন ও সোয়ান: আধুনিক কোষ তত্ত্ব

স্লেইডেন ও সোয়ান: আধুনিক কোষ তত্ত্ব
জার্মান উদ্ভিদবিজ্ঞানী স্লেইডেন এবং প্রাণিবিজ্ঞানী থিওডোর সোয়ান কোষ সম্পর্কে সর্বপ্রতম কোষ তত্ত্ব প্রদান করেন। যাতে বলা হয়েছে : (১) কোষ হলো জীবন্ত সত্তার গাঠনিক, শারীরিক ও সাংগাঠনিক একক; (২) কোষ হলো জীবনের মৌলিক একক; (৩) কোষ বংশগতির একক এবং (৪) সকল জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত এবং পূর্বসৃষ্ট কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি হয়। স্লেইডেন ও সোয়ান প্রথম কোষ তত্ত্ব প্রদান করেন বলে তাদের আধুনিক কোষ তত্ত্বের জনক বলা হয়।
ড. মোহাম্মদ আমীন
লিংকসমূহ
Language
error: Content is protected !!