জনক : হার্বার্ট স্পেন্সার : সামাজিক বিবর্তনবাদের জনক

হার্বার্ট স্পেন্সার : সামাজিক বিবর্তনবাদের জনক
প্রখ্যাত ইংরেজ দার্শনিক, জীববিজ্ঞানী, নৃতাত্ত্বিক, সমাজবিজ্ঞানী এবং ধ্রুপদী উদারতাবাদ ও রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম প্রধান চিন্তাবিদ। হার্বার্ট স্পেন্সার ১৮২০ খ্রিষ্টাব্দের ২৭ শে এপ্রিল জন্মগ্রহণ করেন। ঊনবিংশ শতকে ফরাসি সমাজবিজ্ঞানী ওগুস্ত কোঁত দর্শনের জগতে দৃষ্টবাদী দর্শন নামে নতুন যে ধারার প্রচলন করেন, হার্বার্ট স্পেন্সার সে ধারার অন্যতম বাহক। তিনি প্রাকৃতিক বিজ্ঞানের শাখাগুলোর মধ্যে জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের উপর সমন্বয় ও সামাজিক বিবর্তনের ধারণা প্রদান করেন। এজন্য তাকে সামাজিক বিবর্তনবাদের জনক বলা হয়। ১৯০৩ খ্রিষ্টাব্দের ৮ই ডিসেম্বর তিনি মারা যান।
ড. মোহাম্মদ আমীন
লিংকসমূহ
Language
error: Content is protected !!