জনক : হিপোক্রেটিস : চিকিৎসশাস্ত্রের জনক

হিপোক্রেটিস : চিকিৎসশাস্ত্রের জনক
প্রাচীন গ্রিক চিকিৎসক হিপোক্রেটিস (৪৬০ খ্রিষ্টপূর্বাব্দ – ৩৬০ খ্রিষ্টপূর্বাব্দ) চিকিৎসাশাস্ত্রের ইতিহাসে সর্বাধিক উল্লেখযোগ্য ব্যক্তিদের একজন। চিকিৎসাশৈলীর উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ তাঁকে চিকিৎসাশাস্ত্রের পিতা বলে অভিহিত করা হয়। তাঁর শৈলী দর্শন চিকিৎসাশাস্ত্রকে ধর্মীয় রীতিনীতি থেকে পৃথক করে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করে প্রাচীন গ্রিক চিকিৎসাশাস্ত্রে যুগান্তকারী পরিবর্তন আনে।
ড. মোহাম্মদ আমীন
লিংকসমূহ
Language
error: Content is protected !!