হিপ্পিয়াস : অমূলদ সংখ্যার জনক
গ্রিক দার্শনিক ও পিথাগোরাসের শিষ্য হিপ্পিয়াস ৫০০ খ্রিষ্টপূর্বাব্দে ম্যাগনা গ্রাসিয়াতে জন্মগ্রহণ করেন। হিপ্পিয়াসকে সাধারণভাবে অমূলদ সংখ্যার জনক বলা হয়। তিনিই প্রথম আবিষ্কার করেন যে ২-এর বর্গমূল একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হলো সে সংখ্যা যাকে দুইটি পূর্ণসংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যায় না। হিপ্পিয়াসের এই আবিষ্কারের আগে পিথাগোরিয়ানরা বিশ্বাস করত, যে-কোনো সংখ্যাকে দুইটি পূর্ণসংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যায়। হিপ্পিয়াসের আবিষ্কারের যথার্থ হলেও পিথাগোরিয়ানরা এটিকে ধর্মদ্রোহিতা মনে করে তাঁকে মৃত্যুদ- দেয়। কথিত হয়, সমুদ্র-ভ্রমণের সময় এটি আবিস্কার হয় এবং অন্য পিথাগোরিয়ানরা তাকে নৌকা থেকে ফেলে দেয়।
ড. মোহাম্মদ আমীন
লিংকসমূহ