হেনরি বেকরেল : তেজষ্ক্রিয়তার জনক
ফরাসি পদার্থবিদ অঁতোয়ান অঁরি বেকরেল ((Antoine Henri Becquerel; ১৫ই ডিসেম্বর ১৮৫২ – ২৫শে আগস্ট ১৯০৮) তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। তেজস্ক্রিয়তা হলো কোনো ভারী মৌলিক পদার্থের একটি গুণ, যেগুলোর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে অবিরত আলফা, বিটা ও গামা রশ্মি বিকরীত হয়। তিনি ১৯০২ খ্রিষ্টাব্দে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। ১৯০৮ খ্রিষ্টাব্দে, মৃত্যুর পূর্বে তিনি ফরাসি বিজ্ঞান একাডেমির স্থায়ী সম্পাদক হন। ৫৫ বছর বয়সে তিনি লে ক্রয়সিক নামক স্থানে মারা যান। তাঁর নামানুসারে তেজস্ক্রিয়তার এস্আই একক বেকেরেল (Bq) রাখা হয়। চাঁদ ও মঙ্গল গ্রহের দুইটি খাত (Crater) এর নাম ও তাঁর নামানুসারে রাখা হয়।
ড.মোহাম্মদ আমীন
লিংকসমূহ