জরাথুস্ট্রবাদ, জরাথ্রুস্টবাদ (Zoroastrianism ev Zarathustraism) বা পারসিক ধর্ম (Magianism) (এবং অনুসারীদের মধ্যে মজদাযস্ন) একটি অতিপ্রাচীন ইরানীয় একেশ্বরবাদী ধর্ম বা ধর্মীয় মতবাদ। ভারতবর্ষে এটি পারসি ধর্ম নামেও পরিচিত। জরথুস্ত্রীয় বা পারসিক ধর্মের প্রবর্তক জরথুস্ত্র। তাঁর নামানুসারে এই ধর্মের নাম হয়েছে “জরোয়াস্ট্রিয়ানিজম” বা জরাথ্রুস্টবাদ। এ ধর্মে ঈশ্বরকে অহুর মজদা বা আহুরা মাজদা (সর্বজ্ঞানস্বামী) ডাকা হয়। এদের ধর্মগ্রন্থের নাম অবেস্তা বা আবেস্তা বা জেন্দাবেস্তা। পারসিক ধর্মের অনুসারীরা অগ্নি-উপাসক। আগুনের পবিত্রতাকে ঈশ্বরের পবিত্রতার সাথে তুলনীয় মনে করেন পারসিক জরথুস্ত্রীয়রা। জেন্দাবেস্তার সঙ্গে ‘বেদ’-এর মিল রয়েছে।