জাতিসংঘে প্রথম বাংলা ভাষণ
১৯৭৪ খ্রিষ্টাব্দের ২৫ শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯-তম অধিবেশনে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাংলায় ভাষণ প্রদান করেন।
বাংলাদেশের বাইরে ভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে একুশে ফেব্রুয়ারি উদ্যাপন
১৯৯২ খ্রিষ্টাব্দ হতে ভারতের বাংলাভাষী রাজ্য ত্রিপুরা সরকারিভাবে তাদের রাজ্যে একুশে ফেব্রুয়ারিকে বাংলা ভাষা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। পরের বছর পশ্চিম বাংলায় বেসরকারিভাবে একুশে ফেব্রুয়ারি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।