স্থান অনুযায়ী জাতীয় পতাকার আয়তন এবং উত্তোলন বিধি নিচে দেওয়া হলো:
১. ভবনে ব্যবহারের জন্য নির্মিত জাতীয় পতাকার বিভিন্ন পরিমাপ হবে —১০ ফুট x ৬ ফুট, ৫ ফুট x ৩ ফুট, ২.৫ ফুট x ১.৫ ফুট।
২. মোটরগাড়িতে ব্যবহারের জন্য জাতীয় পতাকার বিভিন্ন পরিমাপ হবে —১৫ ইঞ্চি x ৯ ইঞ্চি, ১০ ইঞ্চি x ৬ ইঞ্চি।
৩. আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে ব্যবহারের জন্য টেবিল-পতাকার মাপ হবে—১০ ইঞ্চি x ৬ ইঞ্চি।
প্রসঙ্গত, ভবনের আয়তন অনুযায়ী দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ঠিক রেখে বড় আয়তনের জাতীয় পতাকা প্রদর্শনের অনুমতি প্রদান করা যাবে।