যেক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় পতাকা’ উত্তোলন করা হয়, সেক্ষেত্রে একই সঙ্গে জাতীয় সংগীত গাইতে হবে। যখন জাতীয় সংগীত বাজানো হয় এবং ‘জাতীয় পতাকা’ প্রদর্শিত হয়, তখন উপস্থিত সবাই ‘পতাকা’র দিকে মুখ করে দাঁড়াবেন। তখন ইউনিফর্ম-ধারীরা স্যালুট-রত থাকবেন। ‘ জাতীয় পতাকা’ প্রদর্শন করা না-হলে, উপস্থিত সবােই বাদ্য যন্ত্রের দিকে মুখ করে দাঁড়াবেন এবং ইউনিফর্ম-ধারীরা জাতীয় সংগীতের শুরু হতে শেষ পর্যন্ত স্যালুট-রত থাকবেন।
বাংলাদেশে বিদেশি জাতীয় পতাকা উত্তোলন বিধি
জাতীয় পতাকার আয়তন এবং উত্তোলন বিধি
বিশেষ দিবসে পতাকা উত্তোলন বিধি