জাতীয় পতাকা আইনে পতাকা উত্তোলনের কিছু সাধারণ নির্দেশ রয়েছে। সে নির্দেশগুলো হলো :
(১) মোটর গাড়ি, নৌযান এবং উড়োজাহাজ ব্যতীত অন্যান্য ক্ষেত্রে শুধু সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত ‘ জাতীয় পতাকা’ উত্তোলিত থাকবে। তবে শর্ত থাকে যে, বিশেষ কারণে ভবনসমূহে রাতে ‘ জাতীয় পতাকা’ উত্তোলিত রাখা যেতে পারে, যেমন- সংসদে রাতে অধিবেশন চলাকালীন অথবা রাষ্ট্রপতি, বা মন্ত্রীগণের শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন।
(২) যেক্ষেত্রে মোটর গাড়িতে ‘ জাতীয় পতাকা’ প্রদর্শন করা হয়, সেক্ষেত্রে গাড়ির চেসিস অথবা রেডিয়েটর ক্যাপের ক্ল্যাম্পের সঙ্গে পতাকা দণ্ড দৃঢ়ভাবে আটকাতে হবে।
(৩) ‘জাতীয় পতাকা’র উপর কোনো কিছু লিপিবদ্ধ করা যাবে না বা ছাপানো যাবে না।
(৪) উপরে বর্ণিত এবং সময়ে সময়ে পরিবর্তিত বিধিসমূহের অনুসরণ ব্যতীত, অন্য কোনোভাবে ‘জাতীয় পতাকা’ ব্যবহার করা যাবে না।
(৫) সেনা, নৌ ও বিমান বাহিনী কর্তৃক ‘ জাতীয় পতাকা’র ব্যবহার এতদুদ্দেশ্যে প্রণীত বিশেষ বিধিমালা দ্বারা পরিচালিত হবে।
জাতীয় পতাকা ব্যবহারের নির্দেশাবলি
বাংলাদেশে বিদেশি জাতীয় পতাকা উত্তোলন বিধি
জাতীয় পতাকার আয়তন এবং উত্তোলন বিধি
বিশেষ দিবসে পতাকা উত্তোলন বিধি