ড. মোহাম্মদ আমীন
জাত মারল তিন সেন। বাংলায় ব্যবহৃত একটি চমৎকার বাগভঙ্গি। এ কথাটির তিন সেন হচ্ছেন : কেশব সেন, ইস্টিসেন ও ইউলসেন।
কেশব সেন (১৮৩৮-১৮৮৪) ব্রাহ্মসমাজের মাধ্যমে জাতপাতের পার্থক্য বিলোপের প্রয়াস নিয়েছিলেন। এ জন্য তাঁকে জাত-মারার অভিযোগে অভিযুক্ত করা হয়।
কলকাতায় উইলসন সাহেবের একটা হোটেল ছিল। এ হোটেলে জাতি-ধর্ম-বর্ণ নির্বেশেষে সবার আহার্য গ্রহণের ব্যবস্থা ছিল। হিন্দু ধর্মে যবনদের সঙ্গে খাওয়া জাত-হারানোর মতো ঘৃণ্য কার্য ছিল। তাই উইলসেনকেও জাতমারার অভিযোগে অভিযুক্ত করা হয়। ইস্টিসেন তো যাতায়াত কেন্দ্র হিসেবে জাতনির্বিশেষে সর্বমানুষের মিলন মেলা। সুতরাং ইস্টিসেনে আবার কিসের জাত, কিসের পাত!
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক