Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
জানা অজানা তথ্যে বাংলা সাহিত্য – Dr. Mohammed Amin

জানা অজানা তথ্যে বাংলা সাহিত্য

বাংলা ভাষায় কুরআন শরিফের প্রথম বঅনুবাদক – ভাই গিরিশচন্দ্র সেন অনুবাদকাল – ১৮৮১-১৮৮৬ খ্রিস্টাব্দ।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার -মাইকেল মধুসূদন দত্ত।
বাংলাভাষায় প্রথম সনেট রচয়িতা – মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম গীতকবি -বিহারীলাল চক্রবর্তী।
বাংলা সাহিত্যে প্রথম যতি চিহ্ন ব্যবহারকারী – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতি ব্যবহারকারী – প্রমথ চৌধুরী।

প্রথম বাংলা অক্ষর খোদাইকারী – পঞ্চানন কর্মকার।
সম্পূর্ণ বাংলা অক্ষরের নকশা প্রস্তুতকারী -চালর্স উইলকিনস।
ছাপার অক্ষরে প্রথম বাংলা বই – কৃপাশাস্ত্রের অর্থভেদ। রচয়িতা – ম্যানুয়েল দ্যা অ্যাসুম্পাসাঁউ।
বাংলা সাহিত্যে প্রথম মুদ্রিত গ্রন্থ – কথোপকথন, রচয়িতা – উইলিয়াম কেরি , প্রকাশকাল – ১৮০১ সাল।
বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস – আলালের ঘরের দুলাল, রচয়িতা – প্যারীচাঁদ মিত্র; প্রকাশকাল – ১৮৫৭ খ্রিষ্টাব্দ।

বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক উপন্যাস, কপালকুণ্ডলা; রচয়িতা – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রকাশকাল – ১৮৬৬ খ্রিষ্টাব্দ।
বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ – পর্তুগীজ, বাংলা ব্যকরণ রচয়িতা – ম্যানুয়েল দ্যা অ্যাসুম্পাসাঁউ, প্রকাশকাল – ১৭৩৪ খ্রিষ্টাব্দ।
বাংলা ভাষায় রচিত প্রথম প্রবন্ধগ্রন্থ –বেদান্ত, রচয়িতা – রাজা রামমোহন রায়, প্রকাশকাল – ১৮১৫ খ্রিষ্টাব্দ।
বাংলা ভাষায় রচিত প্রথম সামাজিক নাটক -কুলীনকুল সর্বস্ব, রচয়িতা – রাম নারায়ন তর্করত্ন প্রকাশকাল – ১৮৫৪ খ্রিষ্টাব্দ।
বাংলা ভাষায় রচিত প্রথম প্রহসন নাটক: একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, রচয়িতা – মাইকেল মধুসূদন দত্ত, প্রকাশকাল – ১৮৫৯ খ্রিষ্টাব্দ।
বাংলা ভাষায় রচিত প্রথম নাটক – ভদ্রাজুন রচয়িতা – তারাপদ সিকদার, প্রকাশকাল – ১৮৫২ খ্রিষ্টাব্দ।
বাংলা ভাষায় রচিত প্রথম ট্রাজেডি নাটক –কৃষ্ণকুমারী রচয়িতা – মাইকেল মধুসূদন দত্ত; প্রকাশকাল – ১৮৬১ খ্রিষ্টাব্দ।
বাংলা সাহিত্যের প্রথম মৌলিক ট্রাজেডি – কীর্তি বিলাস, রচয়িতা – যোগেন্দ্র নাথ গুপ্ত, প্রকাশকাল – ১৮৫২ খ্রিষ্টাব্দ।

মঙ্গলকাব্যের সমাপ্তি কাব্য
মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র ‘অন্নদামঙ্গল’ রচনার মাধ্যমে মঙ্গলকাব্য রচনার সমাপ্তি ঘটান। তিনি শুধু মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিই নন, সমগ্র মধ্যযুগের শ্রেষ্ঠ কবি হিসেবেও খ্যাত। তাঁকে মঙ্গল কাব্য যুগের শেষ কবি বলা হয়।
ভাগবত এর প্রথম বাংলা অনুবাদক
মালাধর বসু ভাগবতের প্রথম বাংলা অনুবাদক। ১৪৭৩ খ্রিষ্টাব্দ। হতে ১৪৮০ খ্রিষ্টাব্দের মধ্যে সাত বছরের নিরলস প্রচেষ্টায় শ্রীচৈতন্যদেবের আবির্ভাবের পূর্বে ভাগবতের দশম ও একাদশ স্কন্ধ অনুসরণে মালাধর বসু ‘শ্রীকৃষ্ণবিজয়’ কাব্য গ্রন্থটি রচনা করেন।

ড. মোহাম্মদ আমীন।