জীবনসঙ্গিনী অদ্ভূত অভিধান

জীবনসঙ্গিনী 

‘জীবন’ ও ’সঙ্গীন’ নামক দুটো শব্দ ছিল। তাদের মধ্যে একদিন পরিচয় ঘটে। পরিচয়ের পর ঘনিষ্ঠতা। তারপর এক শুভক্ষণে উভয়ের শাদিয়ে মোবারক।
এদের মিলন হতে ‘জীবনসঙ্গিনী’ শব্দের জন্ম হয়। ‘জীবন’
অর্থ প্রাণ এবং ‘সংগীন’ অর্থ অসহনীয়, বিপর্যস্ত, করুণ।
যিনি আচার-আচরণ ও ব্যবহার দ্বারা
জীবনকে সংগীন করে তুলেন,
তিনিই জীবনসঙ্গিনী।
(কাল্পনিক রম্য অণুগল্প, কেবল আনন্দদানের জন্য রচিত।)
সূত্র : অদ্‌ভূত অভিধান, ড. মোহাম্মদ আমীন, পুথিনিলয়, বাংলাবজার, ঢাকা। বিসিএস-সহ যে-কোনো                                        প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দেখতে পারেন: সাধারণ জ্ঞান সমগ্র

 

Language
error: Content is protected !!