জেনে রাখা ভালো : বাংলা শব্দের অর্থ
মিরাজ আহমেদ
শব্দার্থ/৩
বাংলা শব্দে আনন্দভ্রমণ:
অঁচল= প্রদেশ, অঞ্চল,রাজ্য।
আঁচ= বিরত হওয়া,অব্যাহতি দেওয়া।
ইঁচি= ইঞ্চি, দৈর্ঘ্যের পরিমাপ।

উঁচল= ঝাড়ন, চালন।
এঁটুল= টিকটিক শব্দ, মৃদু স্পন্দন।
ওঁন= উপার্জিত।
কঁচুকী= হিজড়া, খোজা লোক।
খঁচা= বারকোশ, চেপ্টা থাল, ট্রে।
গঁজ= শস্যাগার, খামার।
ঘঁসি= আবক্ষ মূর্তি, বক্ষ, খাওয়া।
চঁচল= চলনশীল, প্রাণবন্ত।
ছঁদ= সুরের মূর্ছনা, সুরপ্রবাহ।
জঁজাল= ঝাড়ু দেওয়া আবর্জনা।
ঝঁঝা= বাঁশির ধ্বনি।
টাঁকা= সেলাই, পার্শ্ব-শূল।
ঠাঁই =স্থান, আশ্রয়।
ডাঁই = জমিয়া যাওয়া।
ঢাঁট= নির্লজ্জ, প্রগলভ।
তঁচক= প্রতারক।
থেঁতো= ছেঁচা, পিষ্ট, কোটা।
দঁক= মামড়ি, খোলস।
ধাঁচ= আকার, গড়ন।
নাঁটে= কুলায় না, পর্যাপ্ত হয় না।
পঁচক= পাঁচজন গায়কের উপযোগী সংগীত।
ফাঁই= শূন্য, ফাঁক।
বঁচক= মিথ্যাবাদী, প্রতারক।
ভাঁওর = চিহ্ন, নিদর্শন।
ভাঁট= ঘেঁটুফুল।
মঁচ= মেঝে নির্মাণ।
যাঁহা= যেখানে, যেমন, যেইমাত্র।
রঁজক= রঙ্গক, রঞ্জক পদার্থ।
লাঁছনা= তর্জন, ঠুকা।
শাঁস= শস্য, কেন্দ্রস্থল।
সঁচার= পরিবৃত্তি, ক্রাঁতি।
সঁচকী= রূপকার, ছাঁচকার।
হাঁফাল = লাফ।
জেনে রাখা ভালো : শব্দ বানান অর্থ/১
জেনে রাখা ভালো: শব্দ বানান অর্থ/২
তিলোত্তমা : বাংলা বানান কোথায় কী লিখবেন
মুদ্রাদোষ : জ্বি স্যার : কৌতুকে কৌতুকে সয়লাব
মুদ্রা দোষ : আপনার স্ত্রী আমাকে জড়িয়ে ধরল
ভারি ও ভারী : বাংলা বানান নিমোনিক
চারুকথন : শুবাচের প্রধান উপদেষ্টা হায়াৎ মামুদের শব্দ
সন্ধি বিভ্রাট : হাসতে হাসতে বাংলা শেখা
গুরুত্বপূর্ণ বাংলা বানান ও হসন্ত বিধি
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন২
বাংলা ভাষার মজা,ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবিলিকেশন্স লি.।
শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই
বাংলা ভাষার মজা, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবিলিকেশন্স লি.।