Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
জেনে রাখা ভালো : শব্দ বানান ও অর্থ/২ – Dr. Mohammed Amin

জেনে রাখা ভালো : শব্দ বানান ও অর্থ/২

কিছু ব্যতিক্রম শব্দার্থ 
মিরাজ আহমেদ

কুষ্মাণ্ড = কুমড়া।
পনস= কাঁঠাল।
কুম্ভিলক= নকল বাজ।

মিরাজ আহমেদ

সালতি= ছোটো ডিঙ্গি নৌকা।
শুখা= অনাবৃষ্টি।
হাজা= পচা, পচনধরা।
লেফাফা= মোড়ক।
রম্ভা = কলা।

শীকর= বৃষ্টির জল, জলকণা।
নির্নিমেষ = অপলক।
ধুপ= রোদ।
বুধ= জ্ঞানী/পারদ।
তুহিন = ঠান্ডা।
তাঞ্জাম = পালকি।
উৎকুন= উকুন।
কহর= বিপদ।
খওফ = ভয়।
উয়ারী = বৈঠক খানা।
ডলক= তুমুল বৃষ্টি।
অহি= সাপ।
বিধু= চাঁদ।
প্রমাদ= বিপদ।
গুবাক = সুপারি গাছ।
অরুন্তুদ = মর্মান্তিক।
গন্ধবহ = বায়ু।
তানাজা= ঝগড়া।
তাবুত= শবাধার, কফিন।
তাবেঈন= অনুসারীগণ।
তামদারি = আপ্যায়ন, অভ্যর্থনা।
তামস= ঘন অন্ধকারাচ্ছন্ন।
দীপিকা = প্রদীপ, জোছনা।
নুলোম= অনুক্রম, যথাক্রম।
মাতৃষ্বসা = খালা।
মণ্ডূক = কুনোব্যাঙ।
সত্তগাত= সওগত/উপহার/ঘুস।
ওদন= অন্ন, খাবার।
তামান্না= আশা, ইচ্ছা, আকিঞ্চন।
অসিতবরণ = কালো রং।
মূঢ়তা = অনভিজ্ঞতা।
কুবের = ধনের দেবতা।
কাবিল= উপযুক্ত।
আবিদ= উপাসনাকারী।
গাজন= শিব সম্পর্কিত গান।
গুজারেশ = নিবেদন।
খদ্যোত= জোনাকি।
অমরা= স্বর্গ।
অনিল= বাতাস।
বিপিন= অরণ্য।
কাদম্বিনী = মেঘমালা।
জুলমাত = অন্ধকার।
উচাটন = উৎকণ্ঠা।
নলিনী = পদ্ম, পুস্কর, কমল।
পর্ণশালা = পাতা দিয়ে ছাওয়া ঘর।

সূত্র: কিছু ব্যতিক্রম শব্দার্থ, মিরাজ আহমেদ, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)।

ড. মোহাম্মদ আমীনের বই

লিখবেন/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই

প্রায়শ ভুল হয় এমন কিছু শব্দের বানান/২

প্রায়শ ভুল হয় এমন কিছু শব্দের বানান/৩

প্রায়শ ভুল হয় এমন কিছু শব্দের বানান/৪