মিরাজ আহমেদ
অসু= প্রাণ।
অনৃত = অসত্য।
অপভাষ= নিন্দা।
অন্বীক্ষা = পর্যালোচনা।
অদ্রীশ= হিমালয়।
অনুক্রোশ= দয়া।
অনুবন্ধ = আরম্ভ।
অশন= ভোজন।
অবগুণ্ঠন = ঘোমটা
অনুভা= বিদ্যুৎ।
আস্য= সুখ।
আশী= দাঁত।
আলান= খুঁটি।
আসার= প্রবল বর্ষণ।
কনক= স্বর্ণ।
দ্রুম= বৃক্ষ।
অনঙ্গ = মদন।
শিবিকা= পালকি।
যাবক= আলতা।
ন্যাস= গচ্ছিত রাখা।
সাঁচি = আসল
তন্দ্রবাপ= তাঁতি।
চিত্রাঙ্গ = সাপ।
শফর= পুঁটিমাছ।
বিবস্বান = সূর্য।
কলাভৃৎ= চন্দ্র।
ধ্বান্ত = অন্ধকার
নক্র= কুমির।
নন্দ = আনন্দ।
বিস্বম্ভরা= পৃথিবী।
শীধু= মধু।
বোরহান = দলিল।
নিবীত = ওড়না।
ছার= নগন্য।
হবি= ঘৃত।
পুত্তিকা = উইপোকা।
পর্যঙ্ক= খাট।
সূত্র: মিরাজ আহমেদ, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)।
জেনে রাখা ভালো : শব্দ বানান অর্থ/১
জেনে রাখা ভালো : শব্দ বানান অর্থ/৩
শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন২
বাংলা ভাষার মজা, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবিলিকেশন্স লি.।