Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
জেনে রাখা ভালো : শব্দ বানান অর্থ – Dr. Mohammed Amin

জেনে রাখা ভালো : শব্দ বানান অর্থ

জেনে রাখা ভালো: শব্দ বানান অর্থ

মিরাজ আহমেদ, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

শব্দার্থ/১

ইতর=বদমেজাজ।

অপোগণ্ড =অপ্রাপ্তবয়স্ক।
জাফরি=ঝাঁঝরি, জালি।
কালাকাল =সুসময় ও দুঃসময়।

এপিটাফ =সমাধি লিপি।
রেনেসাঁ=নবজীবন, পুনর্জাগরণ।
পাঞ্জেরি =আলোকবর্তিকা।
মাৎসান্যায়=অরাজকতা।

স্রবণ=ক্ষরণ।
কুক্কুট=মোরগ।
ভুজঙ্গ =সাপ।
গৃধ্র =শকুন।

শুক্তি =ঝিনুক।
শকল=মাছের আঁশ।
গোখরাজ=মণি বিশেষ।
কিরীট =মুকুট।

কুহক=মায়া।
শিলীমুখ=ভ্রমর।
সূত=সারথি।
সিত=শুল্ক।

পল্বল=ডোবা।
হাড়ির হাড়=লুকানো।
সন্তরি=সাঁতার কাটা।
মৃগাঙ্ক =চন্দ্র।

আদিত্য =সূর্য।
ক্রোশ=দুই মাইল।
ক্রোশেই=কুরুশশিল্প।
সমীর=বাতাস।

সেতারা= তারকা।
পাদ্য=পা ধোয়ার পানি।
পয়জার =পাদুকা, খড়ম।
খরপরশা=শাণিত বর্শা।

অভিনিবেশ =মনোযোগ।
অপলাপ=অস্বীকার।
অম্বর=আকাশ।
সংহারক =বিনাশকারী।

মহীপাল =রাজা।
মার্গ=পথ।
খড়গ=তরবারি।
সায়ন্তন =সন্ধ্যা।

পুন্ডু=ইক্ষু।
অত্যাহিত=অতি অনিষ্ট।
অছি=অভিভাবক।
অয়োময়=লৌহময়।

অনীক=সৈনিক।
উপরোধ =অনুরোধ।
অর্থী=ধনী লোক।
ব্রাত্য =পতিত।

করী=হাতি।
মঁজু=সুন্দর, উৎকৃষ্ট।

জেনে রাখা ভালো : শব্দ বানান অর্থ/৩

জেনে রাখা ভালো: শব্দ বানান অর্থ/২

মিরাজ আহমেদ, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)


বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন২

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

এককথায় প্রকাশ

বাংলা ভাষার মজা,ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবিলিকেশন্স লি.।