জেন্দেবাস্তা ও ঋগ্‌বেদ

জেন্দেবাস্তা ও ঋগ্‌বেদ
আর্যদের রচিত ঋগ্‌বেদের ভাষার সঙ্গে জেন্দেবাস্তা রচিত ভাষার মিল রয়েছে। ধারণা করা হয়, ইরানের প্রাচীন ভাষা এবং আর্যদের ভাষা একই ছিল। উভয় ধর্মগ্রন্থে বর্ণিত দেবদেবীদেরও অনেক মিল আছে। জেন্দেবাস্তা বরুণকে দেবরাজ ও ইন্দ্রকে মন্দ হিসেবে উল্লেখ করা হয়েছে, কিন্তু ঋগবেদে বরুণ, জল ও মেঘের দেবতা এবং ইন্দ্র হচ্ছে দেবরাজ।

Language
error: Content is protected !!