Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102
Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103 জয়ন্তী জয়ন্তীদের পরিচয় – Dr. Mohammed Amin
Skip to content
জয়ন্তী কী?ইংরেজি Jubilee শব্দের অর্থ জয়ন্তী। জয়ন্ত বলতে বোঝায় দেবরাজ ইন্দ্রের পত্মী শচীদেবীর গর্ভজাত পুত্র, শিব, ভীমের ছদ্মনাম প্রভৃতি। প্রাচীন সাহিত্যে দেবী দুর্গা, দেবরাজ ইন্দ্রের কন্যা, শ্রীকৃষ্ণের জন্মতিথি প্রভৃতিড. মোহাম্মদ আমীন
প্রকাশে জয়ন্তী শব্দ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। পরে শ্রীকৃষ্ণের জন্মতিথি অনুষঙ্গে জয়ন্তী শব্দের অন্যতম অর্থ করা হয়েছে : বরেণ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের বর্ষপূর্তি উলক্ষ্যে পালনীয় উৎসব প্রভৃতি। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত সংস্কৃত জয়ন্তী শব্দের অর্থ দেবী দুর্গা, দেবরাজ ইন্দ্রের কন্যা, পতাকা, শ্রীকৃষ্ণের জন্মতিথি, বরেণ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের বর্ষপূর্তি উপলক্ষ্যে পালনীয় উৎসব প্রভৃতি। এবার জেনে নিন সারা বিশ্বে অনুষ্ঠিত উল্লেখযোগ্য জয়ন্তীদের :
১। ২৫ বছর পূর্তিকে বলা হয় : রজত জয়ন্তী (Silver Jubilee)
২। ৩৫ বছর পূর্তিকে বলা হয় : প্রবাল জয়ন্তী (Coral jubilee)
৩। ৪০ বছর পূর্তিকে বলা হয় : রুবি জয়ন্তী (Ruby jubilee)
৪। ৫০ বছর পূর্তিকে বলা হয় : সুবর্ণ জয়ন্তী / স্বর্ণ জয়ন্তী (Golden Jubilee)
৫। ৬০ বছর পূর্তিকে বলা হয় : হীরক জয়ন্তী(Diamond Jubilee)
৬। ৬৫ বছর পূর্তিকে বলা হয় : নীলা জয়ন্তী (Sapphire jubilee/ Blue Jubilee)
৭। ৭৫ বছর পূর্তিকে বলা হয় : প্লাটিনাম জয়ন্তী (Platinum Jubilee)
৮। ১০০ বছর পূর্তিকে বলা হয় : শতবর্ষ (Centenary jubilee)
৯। ১৫০ বছর পূর্তিকে বলা হয় : সার্ধশত (Sesquicentennial)
১০। ২০০ বছর পূর্তিকে বলা হয় : দ্বিশতবর্ষ (Bicentenary/ bicentennial)
১১। ১০০০ বছর পূর্তিকে বলা হয় : সহস্রাব্দ জয়ন্তী (Millennium Jubilee)