প্রিয় বাংলা একাডেমি এবং প্রিয় শুবাচি!

আমাদের আজকের বিষয়:
প্রমিত বানান কোনটি? নিরেট একশব্দে-লিখিত ‘জয়বাংলা’? না কি আলাদা দুটি শব্দে ‘জয় বাংলা’?
১। বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের সমাপ্তি-স্লোগান ‘জয় বাংলা’ [https://www.youtube.com/watch?v=lwBU1PQAP60]।
২। মুক্তিযুদ্ধের স্লোগান ‘জয় বাংলা’। মুক্তিযুদ্ধে শত্রুনিধনের স্লোগান ‘জয় বাংলা’। মুক্তিযোদ্ধাদের শাহাদাত বরণের স্লোগানও ‘জয় বাংলা’।

৪। মুনতাসীর মামুন লিখেছেন ১৯৬৯-১৯৭১-ভিত্তিক উপন্যাস ‘জয় বাংলা’ [https://archive.org/details/joy-bangla-novel]
৫। ১৯৯৬ সংস্করণের বাংলা একাডেমী সংক্ষিপ্ত বাংলা অভিধান [পরিমার্জিত ও পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ, ফেব্রুয়ারি ১৯৯৬, পঞ্চম পুনর্মুদ্রণ জুন ২০০৮] [https://bit.ly/2I1ytMC] লিখেছে ‘জয় বাংলা’।
৬। ২০০৮ সংস্করণের বাংলা একাডেমি বাংলা বানান-অভিধান [পরিমার্জিত ও পরিবর্ধিত তৃতীয় সংস্করণ ফেব্রুয়ারি ২০০৮-এর
পঞ্চম পুনর্মুদ্রণ জানুয়ারি ২০১৫] লিখেছে ‘জয় বাংলা’।

৭। এই পটভূমিতে ২০১৬ সংস্করণের বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান [প্রথম প্রকাশ ফেব্রুয়ারি ২০১৬] লিখেছে ‘জয়বাংলা’, নিরেট একশব্দে; ওতে নেই ‘জয় বাংলা’।
দুই শব্দের ‘জয় বাংলা’ কীভাবে এবং কেন একশব্দের ‘জয়বাংলা’ হয়ে গেল তার কোনো ব্যাখ্যা দেয়নি বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
দুই শব্দের ‘জয় বাংলা’ কীভাবে এবং কেন একশব্দের ‘জয়বাংলা’ হয়ে গেল তার কোনো ব্যাখ্যা দেয়নি বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৮। বাংলাদেশ হাইকোর্টের নির্দেশে এখন “জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ” [https://bit.ly/35tn1Sm]।
৯। আপনি যখন স্লোগানটি উচ্চারণ করেন অথবা স্লোগানটি নিনাদিত হতে শোনেন, তখন আপনার বোধে ওটা কি একটানা বা বিরতিহীন ‘জয়বাংলা’? না কি পরিষ্কার দুটি অংশের ‘জয় বাংলা’?
————–
মন্তব্য :
এই প্রবন্ধের পরিপ্রেক্ষিতে মন্তব্য জানালায় শুবাচি আমিনুল ইসলাম ( Aminul Islam ) লিখেছেন : জ-য়য়য় বাংলা না বললে স্লোগানের ঝোঁক প্রবনতা উঠবে না, তাই জয় বাংলা স্পেস দিয়েই লিখতে বা বলতে হবে। জয় বাংলা মূলত একটা স্লোগানের
স্লোক, যে স্লোকের জোসেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। সুতরাং জয় বাংলা’ই সঠিক বলে অনুমিত হয়। শুবাচি হাসান মির (Hasan Mir) লিখেছেন, বাংলাদেশ ‘ যেমন এক শব্দ, জয় বাংলা তেমন নয়। জয় বাংলা একটি শ্লোগান, জয় — বাংলা। এটি আলাদাভাবেই উচ্চারিত হবে।

আমার মন্তব্য, স্লোগান হিসেবে ‘জয় বাংলা’ এবং শব্দ হিসেবে ‘জয়বাংলা’ ঠিক আছে বলা যেত। কিন্তু বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে ‘জয়বাংলা’ শব্দটির অর্থ দিয়েছে বাংলাদেশের জয়সূচক ধ্বনি। সে হিসেবে আমার মনে হয়, এই অভিধান যারা করেছেন, তাঁরা বিবেচকের মতো কাজ করেননি।
সূত্র: শুবাচি খুরশেদ আহমেদ, সম্পাদক, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)।