ড. মোহাম্মদ আমীন।
ড্যাশ (—) আর হাইফেন(-) পৃথক নির্দেশনা জ্ঞাপক দুটি যতি চিহ্ন।সরলরেখার অবয়বে চিত্রিত প্রায় অভিন্ন চেহারার অধিকারী চিহ্নদুটো যেন পরস্পর যমজ ভাই। তাই কোনটা ড্যাশ এবং কোনটা হাইফেন তা চিনতে সমস্যা হয়ে যায়।
সব সমস্যার সমাধানের মতো এই সমস্যারও সমাধান আছে। চেহারা প্রায় অভিন্ন হলেও দুই যমজ ভাইয়ের অবয়বে কিছুটা পার্থক্য আছে — একটি লম্বা, অন্যটি বেঁটে। কীভাবে মনে রাখবেন কোনটি লম্বা আর কোনটি বেঁটে? একটা নিমোনিক আছে আমার :
ড্যাশ(—) বানানে ছোটো, তাই তাকে লম্বা করে জন্ম দেওয়া হয়েছে। অন্যদিকে, হাইফেন(-) বেঁটে বলে তাকে দেওয়া হয়েছে লম্বা নাম। অর্থাৎ, এ দুটো যতিচিহ্নের মধ্যে যার নাম লম্বা সে বেঁটে এবং যার নাম বেঁটে সে লম্বা।