ড. মোহাম্মদ আমীন
বাংলাদেশের প্রথম মোবাইল ফোন
বাংলাদেশে প্রথম মোবাইল ফোন চালু হয় ১৯৯৩ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে। হাচিসন বাংলাদেশ টেলিকম লিমিটেড (এইচবিটিএল) ঢাকা শহরে অগচঝ মোবাইল প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন সেবা শুরু করে। এরপর একই বছর এই কোম্পানি – সিটিসেল মোবাইল নামে সারা দেশে মোবাইল প্রযুক্তি ব্যবহার শুরু করে। বর্তমানে বাংলাদেশে মোট ৬টি মোবাইল ফোন কোম্পানি রয়েছে। তন্মধ্যে ৫টি জিএসএম এবং একটি সিডিএমএ প্রযুক্তির। মোবাইল সেবা দিচ্ছে। সব জিএসএম মোবাইল কোম্পানি ২০১৩ খ্রিষ্টাব্দ থেকে তৃতীয় প্রজন্মের ৩জি সেবা দেওয়া শুরু করেছে। মোবাইল অপারেটরদের মধ্যে একমাত্র টেলিটক দেশীয় কোম্পানি।
ডাক, ডাক টিকেট ও ডিজিটাল টেলিফোন
বিশ্বের প্রথম ডাক টিকেট চালু হয় ব্রিটেনে। ভারতবর্ষে প্রথম ডাক টিকেট চালু হয় ১৮৭৫ খ্রিষ্টাব্দে। ঘোড়ার ডাক প্রচলন হয় শের শাহ-এর আমলে। বাংলাদেশে প্রথম ডাক টিকেট চালু হয়- ২০ জুলাই, ১৯৭১ খ্রিস্টাব্দ। বাংলাদেশে প্রথম ই-পোস্ট সার্ভিস চালু হয়- ১৬ অগাস্ট, ২০০০ খ্রিস্টাব্দ। বাংলাদেশের প্রথম অনলাইন কুরিয়ার সার্ভিসের নাম – ইজি-পোস্ট। বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয়- ৪ জানুয়ারি, ১৯৯০ খ্রিষ্টাব্দের ৪ ঠা জানুয়ারি। বাংলাদেশের মোট ডাকঘরের সংখ্যা ৯৮৬০।