Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : নেটওয়ার্কিং ও সাবমেরিন ক্যাবল – Dr. Mohammed Amin

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : নেটওয়ার্কিং ও সাবমেরিন ক্যাবল

ড. মোহাম্মদ আমীন

বিশ্ব ও বাংলাদেশে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিং
ইন্টারনেটের জনক : ভিনটন জি কার্ফ। বিশ্বে প্রথম ইন্টারনের চালু হয় ১৯৬৯ খ্রিষ্টাব্দে। বিশ্বের প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের নাম: ARPANET (Advanced Research Projects Agency Network)। বাংলাদেশে ১৯৯৬ খ্রিষ্টাব্দে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বাংলাদেশে ১৯৯৯ খ্রিষ্টাব্দে বনানীতে প্রথম সাইবার ক্যাফে চালু হয়। ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ প্রথম-চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র।

সাবমেরিন ক্যাবল
মহাকাশের স্যাটেলাইট যোগাযোগ পদ্ধতির বিকল্প হিসেবে সাগরের তলদেশ দিয়ে এক দেশ থেকে আরেক দেশ বা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে তার টেনে অতি দ্রুতগতি সম্পন্ন যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয়ে তাকে সাবমেরিন ক্যাবল বলা হয়। ১৮৫০ খ্রিষ্টাব্দের সর্বপ্রথম ফরাসি সরকার ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যেকার ইংলিশ চ্যানেলের তল দিয়ে দুই দেশের টেলিগ্রাফ সংযোগের উদ্দেশ্যে এরকম ক্যাবল স্থাপনের উদ্যোগ নিয়েছিল। তবে তা সফল হয়নি।  ১৮৫৩ খ্রিষ্টাব্দে তা সফলভাবে স্থাপন করা হয়। ২০০৪ খ্রিষ্টাব্দের ২৭ মার্চ বাংলাদেশে প্রথম সাব মেরিন ক্যাবল যুক্ত হওয়ার চুক্তি হয়।

দেখুন: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) আইসিটি লিংক