ড. মোহাম্মদ আমীন, বিসিএস (প্রশাসন), দশম ব্যাচ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
২০০২ খ্রিষ্টাব্দে “বিজ্ঞান ও প্রযুক্তি” মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে “বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়” করা হয়। ২০১১ খ্রিষ্টাব্দের ৩০ শে এপ্রিল বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গঠন করা হয়। ২০১১ খ্রিষ্টাব্দের ৪ঠা ডিসেম্বর এই বিভাগকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে উন্নীত করা হয়। ২০১৪ খ্রিষ্টাব্দের ১০ই ফেব্রুয়ারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে একীভূত করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সৃষ্টি করে, তার অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ গঠন করা হয় । বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, আইসিটি পরিচালকম-লী, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং প্রত্যয়নকারী কর্তৃপক্ষ নিয়ন্ত্রণকারী এই ভিাগের আওতাভূক্ত।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর। এটি ২০১৩ খ্রিষ্টাব্দের ৩১ শে জুলাই গঠন করা হয়। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ ও ব্যবহারে কারিগরি সহায়তা প্রদান; তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধাসমূহ প্রান্তিক পর্যায়ে বিস্তার, অবকাঠামোগত নিরাপত্তা বিধান; রক্ষণাবেক্ষণ; বাস্তবায়ন; সম্প্রসারণ মান নিয়ন্ত্রণ ও কম্পিউটার পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ই-সেবা প্রদান নিশ্চিত করা এই অধিদপ্তরের কাজ।