ড. মোহাম্মদ আমীন
তাফালিং আফালিং ও গাদলা দিন: এবং খই ফোটা
তাফালিং আফালিং ও গাদলা দিন: পাবনার আঞ্চলিক শব্দ তাফাল। এই তাফাল থেকে তাফালিং শব্দটি উদ্ভূত।বাংলা একাডেমি প্রকাশিত ‘বাংলা একাডেমী বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান [অখণ্ড], [প্রথম প্রকাশ ১৯৬৫, তৃতীয় পুনর্মুদ্রণ ২০০৯]’ অনুযায়ী ‘তাফাল্’, পাবনার আঞ্চলিক শব্দ। শব্দটির অর্থ ঝঞ্ঝাট, ঝামেলা প্রভৃতি। তাফালিং অর্থ ঝামেলাকারী, ঝামেলা করা, ঝঞ্ঝাটকারী, ঝঞ্ঝাট করা, মাস্তানি, বেপরোয়া কাজকর্ম, গুন্ডামি প্রভৃতি।
খই ফোটা:. ‘খই ফোটা’ বাগ্ভঙ্গি দিয়ে অনর্গলভাবে অতিদ্রুত কথা বলা, বক্তৃতার মতো দ্রুত কথা বলা প্রভৃতি অর্থ প্রকাশ করা হয়। ‘খই’ ও ‘ফোটা’ শব্দ দিয়ে ‘খই ফোটা’ বাগ্ভঙ্গিটি গঠিত। ‘খই’ ধান্যজাত একপ্রকার শুকনো ও সুস্বাদু খাদ্য। এ খই প্রস্তুত-প্রণালির কার্যক্রম থেকে বাগ্ধারাটির সৃষ্টি। হাঁড়িতে বালু গরম করে তাতে ধান দিয়ে খই ভাজা হয়। তপ্ত বালিযুক্ত কড়াইতে ধান দিয়ে নাড়াচাড়া করলে তা অবিরাম শব্দে হাঁড়ির ভেতর ফুটতে থাকে। হাঁড়ির এ ধানকে কোনো অবস্থাতে সশব্দ ফোটা থেকে থামানো যায় না। ফুটতেই থাকে। এভাবে খই ফোটার কার্যক্রম ও ধরন থেকে বাংলা ‘খই ফোটা’ কথার উদ্ভব।