তোলা নিয়ে তুমুলকাণ্ড

SalMa Sara

তোলা নিয়ে তুমুলকাণ্ড

কানে তুলা দিয়ে ঘুরেন, তাই তার নাম তুলা মণ্ডল। তোলাতুলিতে তার জুড়ি নেই। এইতো কিছুদিন আগের কথা। বন্যার্তদের সাহায্যের জন্য প্রচুর পরিমাণ চাঁদা তুললেন। তার তোলা পরিমাণ তাদেরকে দিলেও বাকি সব তিনি তার পকেটে তুললেন। গ্রামবাসীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে অল্প টাকার বিনিময়ে তাদের ফসলি জমি ও বাড়ি ভিটার দলিলগুলো আলমারিতে তুলতেও তিনি ছাড়েননি। গ্রামে দুই তলা একটি ঘর তুলেছেন। গতরাতে জোর করে পাঁচ নম্বর বিবি করে ঘাড়ে তুলেছেন করিম মিয়ার চৌদ্দ বছরের মেয়ে জরিনাকে। চামচারা কথায় কথায় তাকে আকাশে তোলে। এবার তারা পরামর্শ দিলো এত কিছুর পরেও কী করলে গ্রামবাসীরা তাকে জাতে তুলবে। তাই তিনি পুরনো সুর বাদ দিয়ে নতুন করে নির্বাচন করার সুর তুলেছেন।
গ্রামবাসীরা অতিষ্ট হয়ে তার অপকর্মের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তুলল। কিন্তু তারা বিষয়টা কানে তুললেন না। উল্টো বলে দিলেন, শুধু শুধু কারো নামে গুজব তোলোনা। গ্রামবাসীরা এবার ক্ষেপে গিয়ে নিজেরাই আন্দোলনের ঝড় তুলল—
“মন্ডলের চামড়া, তুলে নেব আমরা।”
ভয়ে মণ্ডল পুলিশকে জানানোর জন্য ফোন কানে তুললেন। এদিকে বিক্ষুব্ধ জনতা তার গায়ে হাত তুলল। পুলিশ আসার আগেই মণ্ডল সকল তোলাতুলির অবসান ঘটিয়ে নিজেই পটল তুললেন। গ্রামবাসীরা স্বস্তি ফিরে পেল। তাদের ভাগ্য এবার মুখ তুলে চাইল।
[ সবগুলো চরিত্র কাল্পনিক ]
শব্দের অর্থ:
চাঁদা তোলা=সংগ্রহ করা
তোলা পরিমাণ=মাপের ক্ষুদ্রাংশ
পকেটে তোলা=আত্মসাৎ করা
আলমারিতে তোলা= আত্মসাৎ করা
ঘর তোলা=নির্মাণ করা
বিবি করে ঘরে তোলা=বিবাহ করে দায়িত্ব নেওয়া
জাতে তোলা= গ্রহণ করা
সুর তোলা= উদ্দেশ্য নির্ধারণ
কথা তোলা= উত্থাপন করা
কানে তোলা= গ্রাহ্য করা
গুজব তোলা= রটনা করা
চামড়া তোলা= ছেঁড়া
ফোন কানে তোলা= উঠানো
হাত তোলা= প্রহার
পটল তোলা= মরে যাওয়া
মুখ তোলা= প্রসন্ন হওয়া
অনুপ্রেরণায়: ড. মোহাম্মদ আমীন স্যার

SalMa Sara, শুবাচ লিংক

হাতের সুন্দর লেখা এক নান্দনিক শিল্প, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

পড়ুন, হাসুন আর ইদ আনন্দে মেতে উঠুন, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

পড়ুন হাসুন আর বাংলা শিখুন, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

উক্তি, SalMa Sara,  ‍শুদ্ধ বানান চর্চা ( শুবাচ)

ছড়ায় ছড়ায় শিখি – ১, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

ছড়ায় ছড়ায় শিখি – ২, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

ছড়ায় ছড়ায় শিখি—৩, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

ছড়ায় ছড়ায় শিখি – ৪, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

আবেগ-শব্দ, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

ছড়ায় ছড়ায় শিখি—৩, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

কান নিয়ে টানাটানি, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

চাল নিয়ে চালাচালি, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

বহুরূপী কাটা, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

দশ হাতের গল্প, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

‘গোটা কাহিনি’, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

SalMa Sara, ওয়েব লিংক
শুবাচ গ্রুপের লিংক: www.draminbd.com
তিনে দুয়ে দশ: শেষ পর্ব ও সমগ্র শুবাচ লিংক
Language
error: Content is protected !!