আবু সাইফা (Abu Saifa)
এক বিধবার এক ছেলে ও এক মেয়ে ছিল। মেয়েটির বিয়ে হয়ে গেল। একদিন বিধবা তার ছেলেকে বলল, ‘যাও, তোমার বোনকে একটু দেখে আসো।’ ছেলে বোনের বাড়ি তিনদিন থেকে এল। বিধবা জিজ্ঞেস করল, বোনের বাড়ি কী খেয়েছ?
ছেলে বলল-
‘থোড় বড়িখাড়া।’
পরের দিন কী খেয়েছ?
‘খাড়াবড়ি থোড়।’
তার পরেরদিন কী খেয়েছ?
‘থোড় বড়িখাড়া।’
আমরা প্রায়ই বলে থাকি—- থোড় বড়িখাড়া খাড়াবড়ি থোড়। আসলে কি এই থোড় বড়িখাড়া, হয়তো কেউ কেউ জানেন। অনেকেই জানেন না। তাহলে দেখুন: এর অর্থ।
থোড় – ফলবতী কলাগাছের ভেতরে যে শাঁস বা কন্দটি থাকে, যা আমরা তরকারি হিসেবে ব্যবহার করি।
বড়ি – কুমড়োবড়ি, যা মাষকলাই এর ডালসহযোগে তৈরি হয়।
খাড়া – সজনেডাঁটা।
তাহলে ‘থোড় বড়িখাড়া; খাড়াবড়ি থোড়’ বলতে আমরা বুঝি— ঘুরেফিরে বারবার একই কাজের, ঘটনার পুনরাবৃত্তি।
সূত্র: আবু সাইফা (Abu Saifa), শুদ্ধ বানান চর্চা (শুবাচ)
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক