সরকারি ও বেসরকারি দপ্তরেখসড়া)
বহুল ব্যবহৃত কিছু শব্দ
সরকারি, বেসরকারি ও আধাসরকারি অফিস, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্ট-কাচারিসহ প্রাত্যহিক ব্যক্তি বা সামষ্টিক যোগাযোগ বা লেখালেখিতে সাধারণত যে শব্দগুলো প্রায় ব্যবহার করতে হয় কিন্তু লিখতে গিয়ে নানা কারণে বানান নিয়ে দ্বন্দ্বে পড়তে হয় সে ধরনের কিছু শব্দের শুদ্ধ বানান নিচে দেওয়া হলো। উল্লেখ্য, অনুধাবন ও তুলনার সুবিধার্থে অশুদ্ধ বানানটি সঙ্গে দেওয়া হয়েছে। আশা করি এ বানানগুলো আয়ত্তে আনা সম্ভব হলে বাংলা লেখায় বানান ভুল নিয়ে কোনো জটিলতায় পড়তে হবে না।
অ
অশুদ্ধ শুদ্ধ
অংশীদারিত্ব অংশীদারত্ব
অকষ্মাৎ অকস্মাৎ
অকালপক্ক অকালপক্ব
অকাল প্রয়াণ অকালপ্রয়াণ
অকাল প্রয়াত অকালপ্রয়াত
অকুতভয় অকুতোভয়
অগন্য অগণ্য
অগ্রগন্য অগ্রগণ্য
অগ্রহায়ন অগ্রহায়ণ
অঘ্রাণ অঘ্রান
অংগ অঙ্গ
অশুদ্ধ শুদ্ধ
অংগন অঙ্গন
অঙ্গাঙ্গি ভাবে অঙ্গাঙ্গিভাবে
অঙ্গিকার অঙ্গীকার
অঙ্গিভূত অঙ্গীভূত
অঙ্গুলী অঙ্গুলি (কিন্তু আঙুল)
অচিন্ত্যনীয় অচিন্তনীয়
অঞ্জলী অঞ্জলি
অতিষ্ট অতিষ্ঠ
অতিন্দ্রীয় অতীন্দ্রিয়
অতিব অতীব
অত্যাধিক অত্যধিক
অত্যান্ত অত্যন্ত
অত্র অফিসে এই অফিসে
অদ্ভুদ অদ্ভুত
অদ্যপি অদ্যাপি
অদ্যবধি অদ্যাবধি
অধঃস্তন অধস্তন
অধীনস্ত অধীনস্থ
অধীনি অধীনা
অধ্যাবসায় অধ্যবসায়
অধ্যায়ন অধ্যয়ন
অনাটন অনটন
অনন্য সাধারণ অনন্যসাধারণ
অনিন্দ অনিন্দ্য
অশুদ্ধ শুদ্ধ
অনিষ্ঠ অনিষ্ট
অনুকুল অনুকূল
অনু-পরমাণু অণু-পরমাণু
অনুমান নির্ভর অনুমাননির্ভর
অনুসঙ্গ অনুষঙ্গ
অনুদিত অনূদিত
অনুর্ধ্ব অনূর্ধ্ব
অনেক কিছু অনেককিছু
অনোন্য পায় অনোন্যপায়
অন্তকরণ অন্তঃকরণ
অন্তঃসত্তা অন্তঃসত্ত্বা
অন্তসারশূন্য অন্তঃসারশূন্য
অন্তস্থ অন্তঃস্থ (ভেতরে বা অন্তরে অবস্থিত)
অন্তস্থল অন্তস্তল (অন্তরের তলদেশ)
অন্তর্ভূক্ত অন্তর্ভুক্ত
অন্তর্ভুত অন্তর্ভূত
অন্ত্যেষ্টি ক্রিয়া অন্ত্যেষ্টিক্রিয়া
অন্ধ কূপ অন্ধকূপ
অন্যমনষ্ক অন্যমনস্ক
অনন্যোনির্ভর অন্যোন্যনির্ভর
অণে¦ষণ অন্বেষণ
অপদস্ত অপদস্থ
অপরাহ্ন অপরাহ্ণ
অপস্রিয়মান অপস্রিয়মাণ
অশুদ্ধ শুদ্ধ
অপসৃয়মান অপসৃয়মাণ
অপাঙ্তেয় অপাঙ্ক্তেয়
অপেক্ষমান অপেক্ষমাণ
অপ্রতুলতা অপ্রতুল
অভিভুত অভিভূত
অবিহিত অভিহিত
অভিপ্সা অভীপ্সা
অভ্যন্তরিক আভ্যন্তরিক কিন্তু অভ্যন্তরীণ
অভ্যস্থ অভ্যস্ত
অর্থ বছর অর্থবছর
অর্ধ্ব অর্ধ
অর্ধ শিক্ষিত অর্ধশিক্ষিত
অর্ধন্মাদ অর্ধোন্মাদ
অর্পণা অপর্ণা
অলঙ্ঘ্যনীয় অলঙ্ঘনীয়
অলিক অলীক
অল্প বিস্তর অল্পবিস্তর
অসার (অনুভূতিহীন অর্থে) অসাড়
অসুখ-বিসুখ অসুখবিসুখ
অস্তমান অস্তায়মান
অস্বস্থি অস্বস্তি
অহঃরহঃ অহরহ