দাপ্তরিক প্রমিত বাংলা বানান


ইংগিত ইঙ্গিত
ইতঃস্তত ইতস্তত
ইতিপূর্বে ইতঃপূর্বে
ইতিমধ্যে ইতোমধ্যে
ইত্যকার ইত্যাকার
ইদানিং ইদানীং
ইপ্সিত ঈপ্সিত
ইয়ত্বা ইয়ত্তা
ইষৎ ঈষৎ


উচিৎ উচিত কিন্তু যাবৎ
উচ্চ শিক্ষা উচ্চশিক্ষা
উচ্চ শিক্ষিত উচ্চশিক্ষিত
অশুদ্ধ শুদ্ধ
উচ্চস্বরে উচ্চৈঃস্বরে/উচ্চ স্বরে
উচ্ছন্ন উৎসন্ন
উচ্ছ্বল উচ্ছল
উচ্ছসিত উচ্ছ্বসিত
উচ্ছাস উচ্ছ্বাস
উচ্ছ্বলিত উচ্ছলিত
উশৃঙ্খল উচ্ছৃঙ্খল
উৎকর্ষতা উৎকর্ষ, উৎকৃষ্টতা
উৎকল রাজা উৎকলরাজ
উৎকর্ষতা উৎকর্ষ
উৎকেন্দ্রীক উৎকেন্দ্রিক
উৎপত্তি স্থল উৎপত্তিস্থল
উৎপাদন ব্যবস্থা উৎপাদনব্যবস্থা
উৎসাহ ব্যঞ্জক উৎসাহব্যঞ্জক
উত্তরন উত্তরণ
উত্তর প্রজন্ম উত্তরপ্রজন্ম
উত্তরসূরী উত্তরসূরি
উত্যক্ত উত্ত্যক্ত কিন্তু ত্যক্ত
উদিচী উদীচী
উদ্বিঘ্ন উদ্বিগ্ন
উনবিংশ ঊনবিংশ
উনাদের/ওনাদের ওঁদের
উনার ওঁর
উনারা ওঁরা
উপকুল উপকূল
অশুদ্ধ শুদ্ধ
উপরোক্ত উপর্যুক্ত বা উপরি-উক্ত
উপলক্ষ্য উপলক্ষ
উভয়চর উভচর
উরু ঊরু
উর্মি ঊর্মি
উল্লেখিত/উপরোল্লিখিত উল্লিখিত
উষর ঊষর
উহ্য ঊহ্য


ঊনিশ উনিশ (কিন্তু ঊনবিংশ)
ঊর্বর উর্বর
ঊর্ধ ঊর্ধ্ব
ঊদ্ধত্য/ঔদ্ধত্ত ঔদ্ধত্য


ঋণ খেলাপী ঋণখেলাপী
ঋণ গ্রহীতা ঋণগ্রহীতা

Language
error: Content is protected !!