দাপ্তরিক প্রমিত বাংলা বানান


এক জন (যেকোনো লোক) একজন
একজন (একটিমাত্র লোক) এক জন
এক তরফা (যেকোনো তরফ) একতরফা
এক দিন (কোনো সময় অর্থে) একদিন
এক ডাকে একডাকে (সবাই একডাকে তাকে চেনে)
এক নামে একনামে (সবাই তাকে একনামে চেনে)
অশুদ্ধ শুদ্ধ
একনাম এক নাম (একটিমাত্র নাম অর্থে)
একনিষ্ট একনিষ্ঠ
এক প্রকার একপ্রকার (একপ্রকার আছি)
এক মত একমত (সিদ্ধান্তের জন্য সবাই একমত)
একমত এক মত (কামাল-জামাল এক মতের)
এক মাত্র একমাত্র
একটি মাত্র একটিমাত্র
এক মাথা একমাথা (একমাথা কালো চুল)
এক রকম একরকম
এক রাশ একরাশ
এক শেষ একশেষ
এক সঙ্গে একসঙ্গে
এক সময় একসময়
এক সময়ে একসময়ে
এক সাথে একসাথে
এক হাত একহাত (আজ তোকে একহাত দেখে নেব)
একহাত এক হাত (এক হাতে তালি বাজে না)
একাকীত্ব একাকিত্ব
একাগ্র চিত্ত একাগ্রচিত্ত
একাগ্র চিত্তে একাগ্রচিত্তে
একাধিক্রমে একাদিক্রমে
এককৃত একীকৃত
একভূত একীভূত
এক্ষুণি এক্ষুনি
এছাড়া এ ছাড়া
অশুদ্ধ শুদ্ধ
এ জন্য এজন্য
এতো এত
এতদ্সত্ত্বেও এতৎসত্ত্বেও
এতুদ্দেশ্যে এতদুদ্দেশ্যে (এতদ + উদ্দেশ্যে)
এতৎবিষয় এতদ্বিষয়
এতদ্বারা এতদ্দ¦ারা
একম্প্রকার একপ্রকার
এবম্বিধ এবংবিধ


ঐকবদ্ধ ঐক্যবদ্ধ
ঐক্যতান ঐকতান
ঐক্যতা ঐক্য/একতা
ঐক্যমত ঐকমত্য

ও, ঔ
ওৎপাতা ওঁৎপাতা/ওত পাতা
ওতঃপ্রোত ওতপ্রোত
ঔচিত্ত ঔচিত্য

Language
error: Content is protected !!