Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
দাপ্তরিক প্রমিত বাংলা বানান – Page 22 – Dr. Mohammed Amin

দাপ্তরিক প্রমিত বাংলা বানান


নগন্য নগণ্য
নগরায়ণ নগরায়ন
নচেত নচেৎ
নচ্ছাড় নচ্ছার
নড়া চড়া নড়াচড়া
নদি নদী
নবীণ নবীন
নভোচর নভোশ্চর/নভোচারী
নমষ্কার নমস্কার
নয়ত/নয় ত নয়তো
নস্যাত নস্যাৎ
নাকানি চুবানি নাকানিচুবানি
নাগার নাগাড় (একনাগাড়ে)
নানী নানি
নাম ডাক নামডাক (খ্যাতি অর্থে)
নাম বিভ্রাট নামবিভ্রাট
নাম মাত্র নামমাত্র
নারায়ন নারায়ণ
নারী জীবন নারীজীবন
অশুদ্ধ শুদ্ধ
না হয় নাহয় (আমি না হয় তুমি, একজন গেলেই হল)
নিক্কন নিক্কণ
নিগৃহিত নিগৃহীত
নিরোগী নিরোগ
নিস্তেজভাবাপন্ন নিস্তেজোভাবাপন্ন
নিন্দ্যনীয় নিন্দনীয়
নিবীড়ভাবে নিবিড়ভাবে
নিবেদিত প্রাণ নিবেদিতপ্রাণ
নিম্ন মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্ত
নিয়মতান্ত্রিক ভাবে নিয়মতান্ত্রিকভাবে
নিরংকুশ নিরঙ্কুশ
নিরহঙ্কারী নিরহঙ্কার (কিন্তু অহঙ্কারী)
নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা-ব্যবস্থা
নিরলম্ব নিরালম্ব
নিরীখ নিরিখ
নিরুপণ নিরূপণ (কিন্তু নিরুপম)
নির্নয় নির্ণয়
নির্দোষী নির্দোষ
নির্ধনী নির্ধন
নির্দ্ধারণ নির্ধারণ
নির্ণিমেষ নির্নিমেষ
নির্বাপন নির্বাপণ
নির্ভিক নির্ভীক
নির্মান নির্মাণ
নির্মীত নির্মিত
অশুদ্ধ শুদ্ধ
নিয়মিত করণ নিয়মিতকরণ
নিস্কাশন নিষ্কাশন
নিষ্ক্রীয় নিষ্ক্রিয়
নিষ্প্রোয়জন নিষ্প্রয়োজন
নিস্তব্দ নিস্তব্ধ
নীচ নিচ (হীন অর্থে)
নিড় নীড়
নিরব নীরব
নিরস নীরস
নিরোগ নীরোগ
নিহারিকা নীহারিকা
নীচু নিচু (নিম্নে অর্থে)
নীতি নিরপেক্ষতা নীতিনিরপেক্ষতা
নীতি নির্ধারক নীতিনির্ধারক
নীরলস নিরলস
নীরিক্ষণ নিরীক্ষণ/নিরীক্ষা
নীরীক্ষা নিরীক্ষা
নীরিহ নিরীহ
নুপুর নূপুর
নূন্যাধিক ন্যূনাধিক
নৃসংশ নৃশংস
নেই নিউ (গ্রহণ করি)
নেয়া নেওয়া
নেতাবৃন্দ নেতৃবৃন্দ
নেত্রকোনা নেত্রকোণা
অশুদ্ধ শুদ্ধ
নেহাত নেহাৎ
নৈঃশব্দ নৈঃশব্দ্য
নৈঃসঙ্গ নৈঃসঙ্গ্য
নোতুন নতুন কিন্তু নূতন
ন্যাক্কারজনক ন্যক্কারজনক
ন্যাস্ত ন্যস্ত
ন্যয্য ন্যায্য
ন্যয় ন্যায়
নূন্য ন্যূন
নূন্যতম ন্যূনতম
নূন্যপক্ষে ন্যূনপক্ষে