ড. মোহাম্মদ আমীন
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে ‘দিন’ শব্দের দুটি ভিন্ন ভুক্তি দেখা যায়। প্রথম ভুক্তিমতে, বাক্যে বিশেষ্য হিসেবে

ব্যবহৃত সংস্কৃত ‘দিন(√দো+ইন্)’ শব্দের অর্থ— সূূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সময়, দিবস, দিবা। চব্বিশ ঘণ্টাকাল, অহোরাত্র। আয়ু (দিন ফুরিয়ে এল)। জ্যোতি (চন্দ্রকলার তিথি)। সময়, কাল (দুর্দিন, সুদিন)। দীন বানানের একটি শব্দও আছে। এ বিষয়ে জানতে চাইলে দেখতে পারেন: দিন, দীন আর দ্বীন।
দ্বিতীয় ভুক্তিমতে, বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত আরবি ‘দিন’ শব্দের অর্থ ধর্ম (দিনদার)। ‘দিন’ শব্দের আর একটি অর্থ আছে। সেটি হলো দেওয়া, প্রদান, অর্পণ প্রভৃতি। কেবল বাক্যে প্রযুক্ত হলে ‘দিন’ শব্দের এ অর্থ দৃশ্যমান হয়। যেমন: ঢোল মার্কায় ভোট দিন। লোকটিকে কিছু টাকা দিন। দেশটাকে উন্নতি হতে দিন।দিন, ভাই কিছু চাল— ভাত খায়নি কতকাল।
দিন শব্দটি অন্য বাক্যের আগে যুক্ত হয়ে নানা অর্থ প্রকাশ করে। যেমন: দিনকর(সূর্য), দিনক্ষয়, দিনগত, দিনদগ্ধা(যেদিন শুভ কাজ নিষিদ্ধ), দিনদিন, দিনদুনিয়া, দিনদুপুর, দিননাথ, দিনপঞ্জি, দিনপতি, দিনপাত, দিনব্যাপী, দিনভর, দিনমজুর, দিনমজুরি, দিনমণি, দিনমান, দিনমুখ, দিনমুখরবি(প্রাতঃকালের সূর্য), দিনযামিনী, দিনরজনি, দিনরাত, দিনরাত্রি, দিনলিপি, দিনশেষ প্রভৃতি। দিন শব্দটি অনেক শব্দের পরে যুক্ত হয়েও নতুন অর্থবোধক শব্দ গঠন করে। যেমন: কতদিন, সুদিন, নিশিদিন, রাতদিন, প্রতিদিন প্রভৃতি।
চাপ ও ছাপ
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে ‘চাপ’ শব্দের দুটি ভিন্ন ভুক্তি দেখা যায়। প্রথম ভুক্তিমতে, বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত সংস্কৃত ‘চাপ(√চপ্+অ)’ শব্দের অর্থ— বৃত্তপরিধির যে-কোনো অংশ, ধনুক ইত্যাদি। দ্বিতীয় ভুক্তিমতে, সংস্কৃত চর্পটা থেকে উদ্ভূত ও বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত ‘চাপ’ শব্দের অর্থ—ভার (বস্তার চাপ), বোঝা, দায়িত্ব (কাজের চাপ), প্রেষ, press(রক্তের চাপ), পীড়াপীড়ি ইত্যাদি। বিশেষণে দ্বিতীয় ভুক্তির অন্তর্গত ‘চাপ’ শব্দটির অর্থ ঘন, জমাট (চাপদাড়ি)।অন্যদিকে, বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত হিন্দি ‘ছাপ’ শব্দের অর্থ চিহ্ন (আঙুলের ছাপ); মুদ্রণ (বইটি ছাপা হয়ে গেছে), সিলমোহর; লক্ষণ(তারুণ্যের ছাপ) ইত্যাদি।
—————-