সমোচ্চারিত শব্দের বানানে ই-কার ও ঈ-কারজনিত অর্থ পার্থক্য:- দেখুন শুধু ( ই/ ঈ)কারের জন্য শব্দার্থের কত পার্থক্য হয়ে যেতে পারে:
অধীতি – অধ্যয়ন
অধীতী- অধ্যয়নকারী
অনিল- বাতাস
অনীল- যা নীল রঙের নয়।
অভি- একটি উপসর্গ
অভী- ভয়শূন্য
আজি- আজ
আজী- মাতামহী
সমোচ্চারিত শব্দের বানানে ই-কার ও ঈ-কারজনিত অর্থ পার্থক্য:- দেখুন শুধু ( ই/ ঈ)কারের জন্য শব্দার্থের কত পার্থক্য হয়ে যেতে পারে:
আস্তিক – ঈশ্বর বিশ্বাসী
আস্তীক- মুনী বিশেষ
ইতি- শেষ
ঈতি- কৃষিতে উপদ্রব
ইস্- অব্যয়বিশেষ
ঈশ- ঈশ্বর, রাজা, স্বামী
কপালি- চৌকাঠের মাথা
কপালী- ভা্গ্যবান, মহাদেব
করি- ক্রিয়ার রূপ বিশেষ
করী- হাতি
কানি- ছেঁড়া, ন্যাকড়া, কিনারা
কানী- এক চক্ষুহীনা নারী
দুষ্ট শব্দ দুষ্ট বানান বিসিএস/৩