Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
দুষ্ট শব্দ দুষ্ট বানান বিসিএস/৪ – Dr. Mohammed Amin

দুষ্ট শব্দ দুষ্ট বানান বিসিএস/৪

সমোচ্চারিত শব্দের বানানে ই-কার ও ঈ-কারজনিত অর্থ পার্থক্য:- দেখুন শুধু ( ই/ ঈ)কারের জন্য শব্দার্থের কত পার্থক্য হয়ে যেতে পারে:

ঢুলি- মাথা দোলাই

ঢুলী- ঢোল-বাদক

তেজি- বেশি দাম

তেজী- বলবান

তৈরি- প্রস্তুত করা

তৈরী- নির্মিত (তৈরী দ্রব্য)

দাঁড়ি- পূর্ণচ্ছেদ চ্হিন

দাঁড়ী- নৌকার দাঁড়চালক

দিন- দিবস

দীন- দরিদ্র, ধর্ম

সমোচ্চারিত শব্দের বানানে ই-কার ও ঈ-কারজনিত অর্থ পার্থক্য:- দেখুন শুধু ( ই/ ঈ)কারের জন্য শব্দার্থের কত পার্থক্য হয়ে যেতে পারে:

চির- নিত্য, সদা

চীর- ছেঁড়া-কাপড়

ছত্রি- নৌকার ছই

ছত্রী-ছত্রধারী

জিব- জিহ্বা, রসনা

জীব- প্রাণি

টিকা- তিলক, ওষুধ প্রয়োগ

টীকা- ব্যাখ্যা, টিপ্পনী

ঢাকি- ঢেকে রাখি

ঢাকী- ঢাক বাদক

সমোচ্চারিত শব্দের বানানে ই-কার ও ঈ-কারজনিত অর্থ পার্থক্য:- দেখুন শুধু ( ই/ ঈ)কারের জন্য শব্দার্থের কত পার্থক্য হয়ে যেতে পারে:

দিননাথ- সূর্য

দীননাথ- গরিবের সহায়

দীপ- প্রদীপ

দ্বিপ- হাতি

দ্বীপ- জলবেষ্টিত স্থল।

দুষ্কৃতি- দুষ্কর্ম

দুষ্কৃতী-দুষ্কর্মকারী, পাপী

ধনি- সুন্দরি, যুবতি

ধনী- ধনবান

ধ্বনি- শব্দ, সুর

ধারি- কুঁড়েঘরের সরু বারান্দা

ধারী- ধারালো, ধারণকরী

সমোচ্চারিত শব্দের বানানে ই-কার ও ঈ-কারজনিত অর্থ পার্থক্য:- দেখুন শুধু ( ই/ ঈ)কারের জন্য শব্দার্থের কত পার্থক্য হয়ে যেতে পারে:

ধুনি- সন্ন্যাসীর অগ্নিকাণ্ড

ধুনী- নদী

নাকি- প্রশ্ন, অনুমান, সন্দেহ

নাকী- আনুনাসিক

নাদি- ক্ষুদ্র প্রাণির বিষ্ঠা

নাদী- শব্দকারী, গর্জনশীল

নির- উপসর্গ বিশেষ

নীর- পানি , জল

নিরাকার- আকারহীন

নীরাকার- পানির আকার

দুষ্ট শব্দ দুষ্ট বানান বিসিএস/৫

অন্যান্য প্রয়োজনীয় লিংক

শুবাচ লিংক

শুবাচ লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/১

শুদ্ধ বানান চর্চা লিংক/২