সমোচ্চারিত শব্দের বানানে ই-কার ও ঈ-কারজনিত অর্থ পার্থক্য:- দেখুন শুধু ( ই/ ঈ)কারের জন্য শব্দার্থের কত পার্থক্য হয়ে যেতে পারে:
পরি- উপসর্গ বিশেষ
পরী- পাখাযুক্ত কল্প-সুন্দরী
পাবনি- পবননন্দন হনুমান
পাবনী- গঙ্গা নদী
পিঠ- পৃষ্ঠ
পীঠ- বেদী, প্রতিষ্ঠান
পিন- আলপিন
পীন- স্থূল, প্রবৃদ্ধ
পুরি- আটার লুচি
পুরী- ভবন, নগরী
সমোচ্চারিত শব্দের বানানে ই-কার ও ঈ-কারজনিত অর্থ পার্থক্য:- দেখুন শুধু ( ই/ ঈ)কারের জন্য শব্দার্থের কত পার্থক্য হয়ে যেতে পারে:
বাদি- ফরিয়াদি
বাদী- বক্তা, মতাবলম্বী
বানি- স্বর্ণকারের মজুরি
বাণী- বাক্য, কথা
বালি- বালু, বালিকা
বালী-কিষ্কিন্ধ্যার রাজা
বাসি- টাটকা নয়
-বাসী- বসবাসকারী
বিচি- বীজ, আঁঠি
বীচি- তরঙ্গ, ঢেউ
দুষ্ট শব্দ দুষ্ট বানান বিসিএস/৬
অন্যান্য প্রয়োজনীয় লিংক