দুষ্ট শব্দ দুষ্ট বানান বিসিএস/৬

 

সমোচ্চারিত শব্দের বানানে ই-কার ও ঈ-কারজনিত অর্থ পার্থক্য:- দেখুন শুধু ( ই/ ঈ)কারের জন্য শব্দার্থের কত পার্থক্য হয়ে যেতে পারে:

মাগি- প্রার্থনা করি

মাগী- গণিকা, স্ত্রীলোক (অবজ্ঞায়)।

মানি- মান্য করা

মানী- সম্মানিত

মারি- ক্রিয়ার রূপবিশেষ

মারী- মড়ক

মালসি- ছোট মালসা

মালসী- শ্যামাসঙ্গীতবিশেষ

যতি- বিরাম চিহ্ন

যতী- তপস্বী, সংযত

 

সমোচ্চারিত শব্দের বানানে ই-কার ও ঈ-কারজনিত অর্থ পার্থক্য:- দেখুন শুধু ( ই/ ঈ)কারের জন্য শব্দার্থের কত পার্থক্য হয়ে যেতে পারে:

শালি- হেমন্তের ধান

শালী- যুক্ত, বিশিষ্ট, সম্পন্ন, স্ত্রীর ছোট বোন

শিকড়- গাছের মূল

শীকড়- জলকণা

শিখি- ক্রিয়ার রূপ বিশেষ

শিখী- ময়ূর

শিল- নুড়ি,প্রস্তরখণ্ড

শীল- চরিত্র, স্বভাব

শিষ- শিখা, পেন্সিলের ডগা

শীষ- শস্যের মঞ্জরি

সমোচ্চারিত শব্দের বানানে ই-কার ও ঈ-কারজনিত অর্থ পার্থক্য:- দেখুন শুধু ( ই/ ঈ)কারের জন্য শব্দার্থের কত পার্থক্য হয়ে যেতে পারে:

সলিল- জল, পানি

সলীল- লীলাযুক্ত

সিতা- গুড়, চিনি

সীতা- রামের স্ত্রী

সুরি- কবি, পণ্ডিত

সুরী- জ্ঞানী, সূর্পত্নী

হারি- পরাজিত হই

-হারি- হরণকারী, নাশক

হালি- চারটির একক

হালী- কৃষক, মাঝি

দুষ্ট শব্দ দুষ্ট বানান বিসিএস/৭

অন্যান্য প্রয়োজনীয় লিংক

শুবাচ লিংক

শুবাচ লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/১

শুদ্ধ বানান চর্চা লিংক/২

 

Language
error: Content is protected !!