দৈনন্দিন বিজ্ঞান : উদ্ভিদ

ড. মোহাম্মদ আমীন

উদ্ভিদ
জীবজগতের যে গোষ্ঠীর অধিকাংশই সালোকসংশ্লেষণের মাধ্যমে শর্করা-জাতীয় খাদ্য তৈরি করতে পারে, কিন্তু চলাচল করতে পারে না তাদের উদ্ভিদ বলে। বৃক্ষ, গুল্ম, বিরুৎ ইত্যাদি উদ্ভিদ। প্রায় ৩৫০,০০০ প্রজাতির উদ্ভিদ আছে বলে ধারণা করা হয়। তন্মধ্যে ২০০৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রায় ২৮৭,৬৫৫টি প্রজাতি শনাক্ত করা গেছে। তন্মধ্যে ২৫৮,৬৫০ হলো সপুষ্পক উদ্ভিদ। উদ্ভিদ বিজ্ঞানের জনক থিউফ্রাসটাস। সাইকাস হচ্ছে উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম। আদা রাইজোম, গোল আলু,কন্দ, ফনিমনসা, পর্ণকাণ্ড,পিয়াজ, রসুন, কন্দাল প্রভৃতি কাণ্ডের মাধ্যমে বংশ বিস্তার করে। উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড় ঘাস বাঁশ।লজ্জাবতী উদ্ভিদ হলেও ছোঁয়ামাত্র তার সাড়া দেখা যায়। সিসমোনষ্টি চলনের ফলে সামান্য স্পর্শে লজ্জাবতীয় পাতা গুটিয়ে যায়। কাকরোলে মুকুল থাকে মূলে । সবচেয়ে বেশি পটাসিয়াম পাওয়া যায় ডাবে। ডাল উদ্ভিদ হলেও তাতে প্রোটিন বা আমিষ থাকে। ডালের আমিষকে নিম্নশ্রেণির আমিষ বলে। মাংসের প্রোটিনকে উচ্চশ্রেণির প্রোটিন বলে।


দৈনন্দিন বিজ্ঞান : অক্সিজেন আলো আলোর বেগ রঙ আলোর পথ ও আলোর নীতি

দৈনন্দিন বিজ্ঞান : বর্ণালী রং : জাতীয় রং: রঙধনু : শব্দ : শব্দের গতি : ইনফ্রা সাউন্ড, আল্ট্রা সাউন্ড ও সুপারসনিক

দৈনন্দিন বিজ্ঞান : উড়োজাহাজ, রাইট ভ্রাতৃদ্বয় উড়োজাহাজের আবিষ্কার : একনজরে উড়োজাহাজ

দৈনন্দিন বিজ্ঞান : মৌল মৌলের সংখ্যা মৌলিক পদার্থ আইসোটোপ ও পর্যায় সারণী

কীভাবে হলো দেশের নাম

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

শুদ্ধ বানান চর্চা/১

শুদ্ধ বানান চর্চা/২

শুদ্ধ বানান চর্চা/৩

শুদ্ধ বানান চর্চা/৪

 

 

Language
error: Content is protected !!