দ্বীপের কথা একনজরে
পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ বাংলাদেশ। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন। বৃহত্তম দ্বীপ ভালা। বাংলাদেশের সক্রিয় ব-দ্বীপ অঞ্চল : বৃহত্তর ফরিদপুর ও বরিশাল অঞ্চল এবং মৃতপ্রায় ব-দ্বীপ যশোর ও কুষ্টিয়া অঞ্চল। নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে সক্রিয় বদ্বীপ। অপরিপক্ক দ্বীপ, মেঘনা নদীর মোহনায় অবস্থিত। অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল সুন্দরবন। বাংলাদেশের বিখ্যাত আদিনাথ মন্দির মহেশখালী দ্বীপে অবস্থিত। ‘এলিফ্যান্ট পয়েন্ট’ কক্সবাজার জেলায় এবং ‘হিরণ পয়েন্ট’ ও ‘টাইগার পয়েন্ট’ সুন্দরবনের দক্ষিণে অবস্থিত। ছেঁড়াদ্বীপের আয়তন ৩ কি:মি:। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের নাম মহেশখালি। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। এর প্রাচীন নাম নারিকেল জিঞ্জিরা। দক্ষিণ তালপট্টি দ্বীপ হাড়িাভাঙ্গা নদীর মোহনা অবস্থিত। নিঝুম দ্বীপের পুরনো নাম : বাউলার চর। দক্ষিণ তালপট্টি দ্বীপ প্রথম জেগে ওঠে- ১৯৭০ খ্রিস্টাব্দে। বাংলাদেশের একমাত্র জলপ্রপাতের নাম : মাধবকুন্ড। কুাকাটা সমুদ্র সৈকত পটুাখালি জেলা অবস্থিত। ১৯৫০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত মংলা সমুদ্রবন্দর কোন পশুর নদীর তীরে অবস্থিত।