Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
ধরন-ধারণ বানান: নিমোনিক – Dr. Mohammed Amin

ধরন-ধারণ বানান: নিমোনিক

ড. মোহাম্মদ আমীন

ধরন-ধারণ বানান: নিমোনিক হর হর হর হর ও হরিহর

বাক্যে বিশেষ্য পদ হিসেবে ব্যবহৃত সংস্কৃত ‘ধরন (√ধৃ+অন)’ শব্দের অর্থ পদ্ধতি, প্রণালি, বর্ষণবিরতি, আকৃতি, ভঙ্গি, চালচলন প্রভৃতি। অন্যদিকে, বিশেষ্য পদ হিসেবে ব্যবহৃত সংস্কৃত ‘ধারণ (√ধারি+অন)’ শব্দের অর্থ অবলম্বন (লেখনী ধারণ), পরিধান (বেশ

পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

ধারণ), সংকুলান (পাত্রের ধারণক্ষমতা), বিধৃতকরণ (শব্দ ধারণ), গ্রহণ (উপাধি ধারণ)। ধারণ থেকে ধারণা। ধারণা শব্দের অর্থ বোধ, অনুমান, বিশ্বাস।

ধরন ও ধারণ বানানের দন্ত্য-ন ও মূর্ধন্য-ণ নিয়ে অনেকে সংশয়ে পড়ে যান। সংশয় দূর করার জন্য একটি সহজসূত্র আমি ব্যবহার করি। সূত্রটি আপনারা অনুসরণ করতে পারেন। অবশ্য এর চেয়ে ভালো কোনো নিমোনিক থাকলে দিতে পারে।সহজভাবে মনে রাখুন, মূর্ধন্য-ণ হলে আ এবং দন্ত্য-ন হলে অ।

বিষয়টিকে (১+২)= (২+১) করে হিসেব করুন। অ-এর পরে আ এবং দন্ত্য-ন এর পর মূর্ধন্য-ণ। ধরন বানানে ‘দন্ত্য-ন’ কারণ ধরন বানানের প্রথম বর্ণ অ। এর সঙ্গে যুক্ত হয়েছে দ্বিতীয় বর্ণ দন্ত্য-ন। ধারণ বানানে মূর্ধন্য-ণ, কারণ ধারণ বানানের প্রথম বর্ণে আ অতএব এর সঙ্গে যুক্ত হলো প্রথম বর্ণ মূর্ধন্য-ণ। প্রসঙ্গত, ‘ধারণ’ শব্দের একটি অর্থ গ্রহণ। ‘গ্রহণ’ শব্দে মূর্ধন্য-ণ, তাই ‘ধারণ’ শব্দেও মূর্ধন্য-ণ। ‘ধারণ’ থেকে উদ্ভূত শব্দেও মূর্ধন্য-ণ।

হর হর হর হর ও হরিহর

হর শব্দের অর্থ: অভিধানে হর শব্দের চারটি পৃথক ভুক্তি রয়েছে। তন্মধ্যে তিনটি হর তৎসম এবং একটি হর ফারসি। জানুন এবার হর-কাহন।

প্রথম হর: সংস্কৃত হরি (√হৃ+অ) অর্থ— (বিশেষ্যে) শিব; হিন্দুদের দেবতাবিশেষ। হরিহর বাবু হর ঘরে হরপূজায় মগ্ন।

দ্বিতীয় হর: সংস্কৃত (√হৃ+অ) অর্থ— (বিশেষণে) হরণ করে এমন, নাশক; দূরকারী; সংগ্রহকারী।  পরাজিতের যা পাও সব ইচ্ছেমতো হর। স্যাকরা হরিহরকে বলল, হরি হর।

তৃতীয় হর: এই হর গাণিতিক। সংস্কৃত হর (√হৃ+অ) অর্থ— (বিশেষ্যে) ভাজক বা বিভাজক।

চতুর্থ হর: এটি ফারসি হর। ফারসি হর অর্থ — (বিশেষণে) প্রতি (হররোজ); বিবিধ, নানা (হরবোলা)।

হররোজ ভিক্ষুকটি বিরক্ত করে।

যে অন্যের কণ্ঠ নকল করতে পারে তাকে হরবোলা বলা হয়।

সূত্র: ড. মোহাম্মদ আমীন, ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.