আবীর চৌধুরী মীম
নজরুল শব্দপঞ্জি/১
১.অঙ্কুশ : আঁকশি, মাহুতগণ ব্যবহৃত হাতি তাড়ানোর যন্ত্রবিশেষ, ডাঙ্গস।
উদাহরণ : আমি ঝড়, পদতলে ‘আতঙ্ক’- কুঞ্জর, হস্তে মোর ‘মাভৈঃ অঙ্কুশ।
-ঝড়/বিষের বাঁশী, নজরুল রচনাবলী, পঙ্ক্তি ১৩।
২. অতসী : তিসি, মসিনাগাছ, নীলপুষ্প, ক্ষুদ্র বৃক্ষবিশেষ।
উদাহরণ : ওড়ে প্রজাপতি কল্কা ফুল/ কর্ণে আতসী স্বর্ণ-দুল।
-বুলবুল
৩. অনহেলা : অবহেলা, অবজ্ঞা, উপেক্ষা।
উদাহরণ : বোধ হয় মেয়েটাকে চিরদিন এমনি অনহেলা-ই করচি, না?
-বাঁধন-হারা, নজরুল রচনাবলী সম্ভার/২।
৪. অনিন্দ্য : নিখুঁত, অনুপম, প্রশংসাযোগ্য।
দ্বিভুজ শ্যাম সুন্দর মূরতি অপরূপ অনিন্দ্য/ শ্রীকৃষ্ণ গোবিন্দ, শ্রীকৃষ্ণ গোবিন্দ।
-নজরুল গীতি অখণ্ড, গান ১২৫২।
৫. অম্বিকা : দুর্গা, পুরাণোক্ত ধৃতরাষ্ট্রের জননী, জগজ্জননী দুর্গা।
উদাহরণ : জয় দাড়িম্ব-কুসুমোপমা দনুজ-দলনী অম্বিকা/ জয় সর্ব্বভয় অপহারিণী জয়।
-নজরুল গীতি অখণ্ড, গান (ভক্তিগীতি) ১৩১৭।
নজরুল শব্দপঞ্জি/২
১. অনাথপিণ্ডদ : অনাথের পিণ্দাতা, দরিদ্রের অন্নদানকারী।
উদাহরণ : ‘অনাদপিণন্ডদ’-সম/ মহাভিক্ষু প্রাণসম/প্রেম-যুদ্ধ লাগি হায় দ্বারে দ্বারে মহাভিক্ষা যাচে।
– পূজারিণী/ দোলন-চাঁপা।
২. অনিমিখ : অপলক, নির্নিমেষ, অনিমেষে, একদৃষ্টিতে।
তার আঘাতেরি ব্যথা বুকে ধরে জাগো আজো অনিমিখ?
– হিংসাতুর : ৪/চক্রবাক
৩. অনুপ্রাণতা : প্রেরণা, উৎসাহ।
আমাদের অনুপ্রাণতা এক নিমিষে উঠিয়াই থামিয়া যায়, শোলার আগুনের মত জ্বলিয়াই নিভিয়া ছাই হইয়া যায়। – আমাদের শক্তি স্থায়ী হবে না কেন/যুগবাণী।
৪. অলক : কোঁকড়ানো চুল, চূর্ণকুন্তল মেঘবিশেষ।
উদাহরণ : নয়ন পলকে বিজলী ঝলকে চাঁচর অলক ওড়ে পবনে।
-নজরুল গীতি অখণ্ড, গান ২৮৪।
৫. অলকা : ধন-সম্পদের দেবতা কুবেরের স্ত্রী।
এরা তো তোমার/নহে পরিচিত মাগো, কন্যা অলকার।
-উৎসর্গ কবিতা, সর্বহারা।
[সহায়ক গ্রন্থ : (১) নজরুল- শব্দপঞ্জি, হাকিম আরিফ, নজরুল ইন্সটিটিউট, ১৯৯৭ (২) নজরুল শব্দকোষ/ সঙ্কলক ও সম্পাদক, আবুল কালাম মোস্তফা, বাংলা একাডেমি, মে ১৯৯৩, (৩) বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান]