ড. মোহাম্মদ আমীন
নিঃসজ্ঞ বনাম নিঃসঙ্গ
নিঃসজ্ঞ: সংস্কৃত নিঃসজ্ঞ (নিঃ+সজ্ঞ) অর্থ (বিশেষেণে) সংজ্ঞা নেই এমন, অজ্ঞান, অচেতন, সংজ্ঞাহীন। রোগী তিন ঘণ্টা অবধি নিঃসজ্ঞ।
নিঃসঙ্গ: নিঃসঙ্গ (নিঃ+সঙ্গ) অর্থ (বিশেষণে) একাকী, সঙ্গহারা, নিরাসক্ত। (বিশেষ্যে) নিঃসঙ্গ+তা= নিঃসঙ্গতা ও নৈঃসঙ্গ্য। এককালের ডাকসাইটে অভিনেত্রী সুচিত্রা সেন নিঃসঙ্গ অবস্থায় মারা গেলেন।
নিঃসঙ্গ রুগিটি নিঃসজ্ঞ অবস্থায় রাস্তায় পড়ে আছে।
রোগী তৎসম, রুগি খাঁটি বাংলা।
গুয়া
গুয়া অর্থ গুবাক, সুপারি। শব্দটি বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে পৃথক ভুক্তি হিসেবে মর্যাদার সঙ্গে স্থান পেয়েছে। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, সংস্কৃত গুবাক থেকে উদ্ভূত গুয়া তৎসম শব্দ। বাতায়ন পাশে গুবাক তরুর সারি নজরুলের একটি বিখ্যাত কবিতা। চক্রবাক কাব্যগ্রন্থে কবিতাটি স্থান পেয়েছে।
গুয়া অর্থ গুবাক, সুপারি। শব্দটি বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে পৃথক ভুক্তি হিসেবে মর্যাদার সঙ্গে স্থান পেয়েছে। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, সংস্কৃত গুবাক থেকে উদ্ভূত গুয়া তৎসম শব্দ। বাতায়ন পাশে গুবাক তরুর সারি নজরুলের একটি বিখ্যাত কবিতা। চক্রবাক কাব্যগ্রন্থে কবিতাটি স্থান পেয়েছে।
মৃতের বস্ত্র পরে মন্ত্র পড়ে ঠাকুর
মহাঠাকুর শ্রী হরশঙ্কর আচার্য্যকে নিয়ে মহা মুশকিলে পড়ে গেলেন পূজা কমিটি। তিনি মৃতের বস্ত্র পরিধান করে মন্দিরে আসবেন। কারও অনুরোধ শুনছেন না। মন্ত্রীর অনুরোধও নাকচ করে দিয়েছেন। তিনি মৃতের বস্ত্র পরে মন্ত্র পড়বেন। মৃত লোকের বস্ত্রপরিহিত একজন লোক পূজোমণ্ডপে এলে হাজার হাজার পূজারি কী মনে করবেন?
কিছু করার নেই। এত বড়ো পণ্ডিতকে অবহেলাও করা যায় না। কিছুক্ষণ পর ঠাকুর শ্রী হরশঙ্কর আচার্য্য সাঙ্গপাঙ্গ নিয়ে হাজির। না, শরীরে মৃতের বস্ত্র নেই। রেশমি সুতোয় তৈরি চকচকে বস্ত্রে শরীর আবৃত।
সবাই অবাক, কী ব্যাপার?
পণ্ডিত হেসে বললেন, রেশমের গুটির মধ্যে কীট মরে থাকে। সে গুটি থেকে সুতো প্রস্তুত করে এই বস্ত্র বোনা হয়। তাই রেশমি কাপড় হলো মৃতের বস্ত্র।
————————————————————-
মহাঠাকুর ‘আচার্য্য’ লিখতেন, এখন লেখা হয় আচার্য। আগে লেখা হতো : কার্য্যালয়, বর্ত্তমান, ধর্ম্ম প্রভৃতি। এখন লেখা হয় : কার্যালয়, বর্তমান, ধর্ম প্রভৃতি। প্রমিত বানান রীতিতে, দ্বিত্ব শব্দে রেফ বিধেয় নয়।
—————-
All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩
ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক
ব্যাবহারিক বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পবিলেকশন্স লি.
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন