নিচ নীচ বনাম নিচে নিচু

নিচ বনাম নীচ: নিচে থাকলে নীচ হয় না

ড. মোহাম্মদ আমীন

‘নীচ’ আর ‘নিচ’ শব্দকে অনেকে অভিন্নার্থক মনে করেন। প্রকৃতপক্ষে শব্দ-দুটো ভিন্নার্থক। ‘নিচ’ শব্দের ইংরেজি প্রতিশব্দ (under)। স্থান-জ্ঞাপক এই (নিচ) শব্দটি ‘উর্ধ্ব/ ঊর্ধ্ব’ শব্দের বিপরীত তথা ‘নিম্ন’ অর্থ প্রকাশে ব্যবহৃত হয়।  যেমন— (১) ভবনের নিচে লাশের স্তূপ। (২) জাফর সাহেব আমাদের নিচ তলায় থাকেন।(৩) নিচু ক্লাশের শিক্ষার্থীরা দুষ্টোমিতে ওস্তাদ। (৪) পাহাড়ের নিচে শীতল জল, আনতে হবে নিচে চল।

অন্যদিকে ‘নীচ’ শব্দটি হীন, ইতর, নিকৃষ্ট, অবহেলা, অবজ্ঞা ইত্যাদি অর্থ প্রকাশে ব্যবহৃত হয়। যেমন— (১) সন্তান হয়ে মায়ের গায়ে হাত তুললে,  তুমি এত নীচ! (৩) নীচু জাত বলতে কিছু নেই, নীচ কর্মই মানুষকে উঁচু-নীচু করে।(৩) নিচ তলায় থাকা মানে নীচু তলায় থাকা নয়।

সবচেয়ে ভয়ানক কথা হচ্ছে, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে ‘নিচ’ শব্দটি রাখা হয়নি। অথচ এটি একটি বহুল প্রচলিত একটি বাংলা শব্দ।বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে ‘নিচ’ বলে কোনো শব্দ নেই— তাই বলে আমরা কি কেউ ‘নিচে’ নামতে পারব না। আমাদের সবাইকে কি নিম্নে নামাতে হবে। সমস্যা নেই, নিচ-এর চ-য়ে আস্তে করে আকার দিয়ে ধীরে ধীরে নেমে পড়ুন ‘নিচে’; তবে কোনো অবস্থাতে ‘নীচে’ নয়।

উঁচু-নীচু বাংলা একাডেমির ধাপ ফেলার অনুরোধ: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, সংস্কৃত ‘নীচ’ শব্দ থেকে উদ্ভূত অতৎসম ‘নিচু’ শব্দের অর্থ- বিশেষণে অনুন্নত, নিম্ন, অবনত, ছোটো এবং বিশেষ্যে নিম্নস্থান।অন্যদিকে, বিশেষণ হিসেবে ব্যবহৃত সংস্কৃত ‘নীচ (ন+√চি+অ)’ শব্দের অর্থ- হীন, নিকৃষ্ট, সংকীর্ণমনা প্রভৃতি। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে ‘নীচু’ শব্দটি পাওয়া গেল না, থাকার কথাও নয়, কিন্তু অমর একুশে গ্রন্থমেলায় বাংলা একাডেমির সাইনবোর্ডে শব্দটি পাওয়া গেল।  হিন্দি ‘ধাপ’ শব্দের অর্থ -সিঁড়ির স্তর, পইঠা, ওপরে ওঠার সিঁড়ি, আরোহণী প্রভৃতি। এ অবস্থায় বাংলা একাডেমি কীভাবে ধাপ ফেলার অনুরোধ করল? ‘পা’ ফেলার অনুরোধ করলে কী অসুবিধা ছিল?

ছবিটি আমার তোলা, তারিখ : ২রা ফেব্রুয়ারি, ২০১৯ খ্রিষ্টাব্দ, অমর একুশে গ্রন্থমেলা।


বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

ইদ বনাম ঈদ

জল বনাম পানি

খাঁটি গোরুর দুধ শুদ্ধ না কি অশুদ্ধ

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন

আশীর্বাদ দোয়া : আদব ও আদাব 

সাধারণ জ্ঞান সমগ্র/২

Language
error: Content is protected !!